বিমানের সিটের নিচে মিলল ৫৬ স্বর্ণের বার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলো বিজনেস ক্লাসের একটি সিটের নিচে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক (চট্টগ্রাম) সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকা ও চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সকাল ৮টা ২২ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবরতণ করলে যৌথ দল অভিযান কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের ০৪৭ সিটের নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে ওই সিটে কোনো যাত্রী ছিল না।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাইফুর রহমান আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে ছয় কেজি। বারগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। বিজনেস ক্লাসের ওই সিটে কোনো যাত্রী না থাকায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, বারগুলো মালিকবিহীন হলেও কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ফাউল করছে, লাল কার্ড দেখবে : কাদের
পরবর্তী নিবন্ধ৬ষ্ঠ জোন বাস্তবায়ন জাপানের সাথে পিপিপির মাধ্যমে