বিমানের টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে আনার আহ্বান

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতির প্রথম বর্ষপূর্তি সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা জিন্নাত বেলাল ও ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ছিলেন প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি।
এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বিমানের টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে আনার ও টিকেট সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে অনুষ্ঠানে ক্লাবের চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, আনোয়ারা, কর্ণফুলী, লোহাগাড়া, বোয়ালখালী, বাঁশখালী, চকরিয়া, পেকুয়া উপজেলা ও থানা শাখার প্রবাসী প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসৈয়দ আশরাফ ছিলেন দুঃসময়ের সাহসী নেতা