শাহ আমানত বিমানবন্দরে লস্ট এন্ড ফাউন্ড কক্ষ থেকে ৫ কার্টন ত্বক ফর্সাকারী ক্রিম উদ্ধার করেছেন দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়ন্দার কর্মকর্তারা। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটলেও কাস্টমসের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয় গতকাল রোববার।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, কাস্টমসের গত ২৪ আগস্ট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ড (যেখানে হারানো বা খুঁজে পাওয়া ব্যাগ বা কার্টন রাখা হয়) কক্ষে থাকা লাগেজ ও কার্টন স্ক্যানিংয়ের কাজ করছিলেন কর্মীরা। সেখানে এনএসআই ও শুল্ক গোয়ন্দা কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচ কার্টনে থাকা ৩ হাজার ৯০ পিস ত্বক ফর্সাকারী ক্রিম উদ্ধার করেন। পরবর্তীতে পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের নিকট হস্তান্তর করা হয়েছে।