বিমানবন্দর সড়ক ও শেখ মুজিব সড়কের সংস্কার দাবি

জাসদের মানববন্ধন

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বিমান বন্দর সড়ক ও শেখ মুজিব সড়কের সংস্কারের দাবিতে জাসদের উদ্যোগে চট্টগ্রাম ইপিজেড চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বন্দর থানা জাসদের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন, বোধিপাল বড়ুয়া, আবদুল হাই, আবুল কালাম, মো. এনায়েত, আরিফ মাস্টার, সাদ্দাম হোসেন, মাহামুদুর রহমান মহসিন, মো. ইয়াছিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অবিলম্বে বিমান বন্দর সড়ক ও শেখ মুজিব সড়কের সংস্কার কাজ শুরু করে মানুষকে দুর্বিসহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। অন্যতায় জাসদ আন্দোলনে যেতে হবে বাধ্য হবে। সিটি কর্পোরেশন না সিডিএ এ বির্তক না করে সম্পতি বাদমতলীতে নিমর্মভাবে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়ার মৃত্যুর জন্য দায়ীদের আদালতের কাটগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃষকের ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধ‘বিনয় বাঁশীর ঢোলবাদন ভাবের মেলবন্ধন সৃষ্টি করত’