বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুরের ক্ষেত্রেও একই আদেশ

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। বিদেশ সফরের নিষেধাজ্ঞায় পড়া অন্যরা হলেন শেখ হান্নানের স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তার। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তানজির হাসিব সরকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। খবর বিডিনিউজের।

আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। দুদক জানতে পেরেছে, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

পরমাণু শক্তি কমিশনের মঞ্জুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা : এদিকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে একই আদালত। দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে সংস্থাটি জানতে পেরেছে, অভিযোগ ওঠা ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
পরবর্তী নিবন্ধপাপনের বিরুদ্ধে মামলা করার পথে দুদক