বিমান দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারালেন টারজান

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৪০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’র অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। জো লারার বয়স হয়েছিল ৫৯ বছর। ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ জানায়, ছোট বাণিজ্যিক জেট প্লেনটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে প্লেনটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে। প্লেনটিতে সাতজন আরোহী ছিলেন বলে কেন্দ্রীয় প্লেন চলাচল প্রশাসন নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর শনিবার রাতেই উদ্ধার তৎপরতায় পরিবর্তন আনা হয় বলে আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান। তিনি বলেন, আমরা এই মুহূর্তে কাউকে জীবন্ত উদ্ধারের আশা করছি না।

পূর্ববর্তী নিবন্ধএবার ৭০ কোটি টাকায় বাংলো কিনলেন তারা
পরবর্তী নিবন্ধবোনের গানে মডেল