সদ্যই ৪১ বসন্ত পেরিয়ে ৪২ বছরে পা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গত মঙ্গলবার ছিল পূর্ণিমার জন্মদিন। জীবনের বিশেষ দিনটি ঘরোয়া ভাবে কেটেছে নায়িকার। এদিন খবর ছড়ায়, দ্বিতীয়বারের মা হচ্ছেন পূর্ণিমা। এ নিয়ে নায়িকার পক্ষ থেকে বার্তা না এলেও খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যেতে তেমন একটা সময় লাগেনি। সত্যিই কী মা হচ্ছেন পূর্ণিমা? খবর বাংলানিউজের।
এ প্রসঙ্গে পূর্ণিমার ভাষ্য, এ খবর সত্য নয়, ভুয়া খবর। এমন সুখের খবর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার অনুরোধ করব। এমন কিছু হলে আমি নিজেই জানাব। শিগগিরই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কী? এমন প্রশ্নে পূর্ণিমার উত্তর এমন–সেটা তো আমি নিজেও জানি না। এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাব। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈদুল আযহার পর নতুন করে এখনো কাজে নামেননি তিনি। সবশেষ রোজার ঈদে পূর্ণিমাকে দেখা গেছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে। বর্তমানে তার ‘গাঙচিল’, ‘জ্যাম’ ও ‘আহারে’ নামের তিনটি সিনেমার কাজ চলছে। এই তিন সিনেমাতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। চলতি বছরেই সিনেমাগুলো মুক্তি পেতে পারে বলে জানা গেছে।