বিভিন্নস্থানে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

| বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

ক্লিফটন গ্রুপ : করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে ১০ হাজার মাস্ক প্রদান করেছেন ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডি. এম মহিউদ্দিন চৌধুরী। ক্লিফটন গ্রুপের পরিচালক এমডি. এম মহিউদ্দিন চৌধুরী মাস্ক প্রদানকালে সকলকে কাপড়ের মাস্ক পরার উৎসাহিত করতে ‘সার্ভ ফর স্মাইল’ এর কর্মকাণ্ড সম্পর্কে সিএমপি কমিশনারকে অবহিত করেন। সিএমপি’র লোগোসহ এসব মাস্ক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ক্লিফটন গ্রুপের কর্মকর্তা এজেডএম সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
মমতা : করোনাভাইরাস প্রতিরোধে মমতা ও অনুকূল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। নগরীর একে খান মোড়ে, আগ্রাবাদসস্থ বড়পুলসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ৩৫০০ টি মাস্ক জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় স্থানীয় জনসাধারণ, পথচারী ও পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় নগরীর একে খান মোড়ে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। এসময় উপস্থিত ছিলেন মমতার পরিচালক ইকবাল আল মাহামুদ, সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধফেইথের চিকিৎসা ক্যাম্প ও সেমিনার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৩শ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার