বিভিন্নস্থানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

অলিম্পিয়া ফিটনেস ক্লাব : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের স্বনামধন্য অলিম্পিয়া ফিটনেস ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ রমজান মাসের তাৎপর্য বিষয়ক আলোচনা ও মোনাজাত শেষে সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।


এমপি দিদার : সাংসদ দিদারুল আলম সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিতদের সম্মানে নগরীর পাঁচতারকা হোটেলে ইফতারের আয়োজন করেছেন। অনুষ্ঠানে সাংসদ দিদারুল আলম এমপি বলেন, সমাজের সুবিধাবঞ্চিতরা উন্নত রেস্টুরেন্টে বিভিন্ন কারনে খাওয়ার সুযোগ পান না। তাই আমি ব্যক্তিগত ব্যবস্থাপনায় হোটেলে তাদের খাওয়ার ব্যবস্থা করলাম। রোজার শুরুতে তাদের কাছে ইফতার ও সেহেরি সামগ্রী পৌঁছে দিয়েছি। গতকাল ঈদবস্ত্র পৌঁছে দিয়েছি। আমি আমৃত্যু সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিতদের পাশে আছি, থাকবো। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দীন, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইদ্রিস, বিজিএমইএ নেতা এনামুল আজিজ লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী প্রমুখ।

হাটহাজারী মুনিরীয়া যুব তবলীগ : হাটহাজারীর নন্দীরহাটে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হুর ঈছালে ছাওয়াব, রূহানী আম্মাজান (রহ.) এর সালানা ওফাত শরীফ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১২৫ নং নন্দীরহাট শাখা। শাখার সভাপতি মুহাম্মদ চাঁন মিয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা শফিউল আজম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ সোলাইমান কন্ট্রাক্টার, মুহাম্মদ ইদ্রিস মিয়া, মুহাম্মদ গোলাম মোস্তফা সোহেল, মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দীন, মুহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ। পরে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা ও মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর হায়াতে খিজরী, রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়।

টিম কল্যাণ : বিশ্ব এতিম দিবস উপলক্ষে খুলশী অপরুপা হাউজিং, গরিবুল্লাহ শাহ মাজারের নিকট ইলমূল কোরআন মোহেববীয়া দ্বিনিয়া হেফজখানা এতিমখানা মাদরাসায় ঈদবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে টিম কল্যাণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক জাকির হোসেন। সভাপতিত্ব করেন টিম কল্যাণের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সায়েম হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক মো. সোহেল এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসাইন নেজামী এবং বাংলাদেশ পরিসংখান ব্যুরোর কর্মকর্তা মো. আনিস। এছাড়াও উপস্থিত ছিলেন টিম কল্যাণ এক্টিভিস্ট ফোরামের এক্সিকিউটিভ মেম্বার রাকিব উদ্দীন ও নঈম উদ্দীন, টিম কল্যাণের মেম্বার দেলোয়ার হোসেন ও মহিউদ্দীন, আশিকুল ইসলাম প্রমুখ।


জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন : জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী-পুরুষের মাঝে নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের মির্জাপুল এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান সিদ্দিকী। আলোচনায় অংশ নেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, নেছার আহমেদ, আক্তার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, কফিল উদ্দিন খোকন, ওহিদ চৌধুরী মুক্তি, এমরানুল হক, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, হাজী মো. ইব্রাহীম, কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দী, জহির উদ্দিন সুমন, নাজমুল হাসান রুমি, নজরুল ইসলাম, আব্দুর রহমান, মো. সায়েম, মো. শাহেদ, সাইফুল মান্নান শিমুল, মো. মোস্তাক, মো. নাঈম, মো. সোহেল, মো. সাবের, জাহেদুল আলম, মো. জামশেদ, ইয়াসিন ভুঁইয়া, আলী হাসান, নয়ন মজুমদার, শাহাদাত টিপু, সালামত উল্লাহ মানিক, বন্ধন সেন, মো. কাউসার। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আগত নারী পুরুষদের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী-লুঙ্গী তুলে দেন।

আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দল : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আনোয়ারা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বটতলীর একটি কমিউনিটি সেন্টারে আহবায়ক নঈম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্‌বায়ক কমিটির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন, এম মনজুর উদ্দীন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, জিয়াউদ্দীন চৌধুরী আশফাক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, আবুল কালাম আবু চেয়ারম্যান, ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আবদুল মঈন ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবসার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লুতফুল এনাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুমন, আমিনুল হক আমিন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মোহাম্মদ ইব্রাহিম, এম হাসান আলী, নাজিম উদ্দীন খান, মোহাম্মদ ইলিয়াস, হারেছ আহমদ, মোহাম্মদ ফারুক, আহামদ নুর, লোকমান উদ্দিন, এস্তেফাজুর রহমান, সাঈদ মানিক, নিজাম উদ্দিন, হেলাল উদ্দিন খান, ইমন শাহ, এস এম ইমতিয়াজ করিম পিন্টু, নুরুল আলম, ইকবাল হোসেন শিপু, সাইফুল ইসলাম সাবলু, আলী আকবর, মো. রুবেল, মনির উদ্দীন চৌধুরী সেন্টু, শহিদুল ইসলাম মুরাদ, জসিম উদ্দিন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ কাইসার, নুরুল আলম নুরু, আবদূল গফুর, জসিম উদ্দীন, সাইফুল রুবেল, হেলাল, আহাম্মদ নুর এরিক, সাইদুল আলম, শাহারিয়ার আলম মহিম প্রমুখ।


পোপাদিয়া যুবলীগ : বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঈশ্বরভট্টের বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুর মোহাম্মদ। সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, বিএনএফ কমান্ডার রাজন্দ প্রসাদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা, বিশেষ অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পি, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির। বক্তব্য দেন দিদার আলম, এস এম সরফরাজ রিমন, ওয়াহেদ মুরাদ নোমান, সাইফুউদ্দিন গুরা মিয়া, জসিম উদ্দিন, এস এম এনামুল হক, সৈয়দ মো. নজরুল ইসলাম, মো. এরাশদ চৌধুরী, মো. কাশেম, আসাদুজ্জামান হাসান, জিশু দে, ইলিয়াস শরীফ, মো. সাহেদ, সমীর নাথ, শিবু দে, খাইরুল আলম সোহান, রয়েল দেব নাথ, সাজ্জাদ হোসেন, পেয়ার মোহাম্মদ, আবু তৈয়ব, এমদাদুল হক রনি, জাবেদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। কর্মীসভা শেষে দেশ ও জাতির জন্য বিশেষ মুনাজাত পরিচালনা মাওলানা মোজাম্মেল হক।


নির্মাণ শ্রমিক ইউনিয়ন : গতকাল শুক্রবার চট্টগ্রাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন বিভাগীয় কমিটির উদ্যেগে নগরীর ২নং গেটস্থ একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, প্রধান বক্তা ছিলেন শাহ ফকির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী এম এ জসিম এল এল বি, কেন্দ্রিয় নেতা তোফায়ের কন্ট্রাক্টর, শামসুল ইসলাম খোকন, এস এম বাবুল, মো. ইলিয়াস, মো. সবুজ।

১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ নেতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চুর পক্ষে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ নেতা হোসাইন রাহাতের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম রাসেল, চকবাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি আওরাজ ভূঁইয়া রনক, চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফ হোসেন সাগর, মো. সাইমন ইসলাম, ফাহিম ইমতিয়াজ, মো. পাভেল, মো. আনোয়ার হোসেন রায়হান, শাকিব জুনায়েদ, মো. তন্ময়, মো. রিজভি, মো. আপন, লাবিব, পারভেজ, মারুফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।


ওমান এয়ার : ওমান এয়ারের উদ্যোগে গত বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ওমান এয়ারের ভাইস প্রেসিডেন্ট সুনীল ভিএ, গ্ল্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান, আটাব চট্টগ্রাম সভাপতি আবু জাফর, হাব চট্টগ্রাম সভাপতি শাহ আলম, ওমান এয়ারের সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান, চট্টগ্রাম ইনচার্জ মো. আসিফ চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (এয়ারপোর্ট অপারেশন) সুমিত বিশ্বাস।


টেরীবাজার ব্যবসায়ী সমিতি : টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার মাহফিল গত ১৯ এপ্রিল নগরীর আস্কারদিঘীর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চসিক সাবেক মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন, প্রধান আলোচক ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। আরো উপস্থিত ছিলেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ডিসি ট্রাফিক (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন, এডিসি ট্রাফিক (দক্ষিণ) মো. রইছ উদ্দিন, এসি ট্রাফিক (দক্ষিণ) ও টিআই প্রশাসন।

ডবলমুরিংয়ে ইফতার সামগ্রী বিতরণ : বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমের উদ্যোগে ডবলমুরিং ধনিয়ালা পাড়া এলাকায় ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সদস্য নিয়াজ মোহাম্মদ খান, হাজী বাদশা মিয়া, মো. আজাদ, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান ও মোহাম্মদ আলী।

পিএইচ আমিন একাডেমির এসএসসি ২০১২ : পিএইচ আমিন একাডেমির এসএসসি ২০১২ ব্যাচের ছাত্র নাইমুল শুভর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দক্ষিণ কাট্টলী শাহ সুফী জামাল শাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় প্রায় ১০০ জন এতিম শিশুদের নিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। পিএইচ আমিন একাডেমির এসএসসি ২০১২ ব্যাচের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যাচের প্রায়ত ছাত্র নাইমুল শুভর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। এ সময় এতিম শিশু ও হাফেজসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও ২০১২ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

টিম মানবিক পাথরঘাটা : টিম মানবিক পাথরঘাটা কর্তৃক আয়োজিত এনামুল হক এনামের সভাপতিত্বে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে ৫শত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্‌বায়ক আবু মোঃ আফসার উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, দিপক ভট্টাচার্য, আবদুস সালাম, মাস্টার জসিম উদ্দিন, ওমর ফারুক, আবু বক্কর, নাজমুল হুদা শিপন, আবদুল হান্নান চৌধুরী, সরফারাজ নেওয়াজ রবিন, মো. শাহাআলম, আবদুর রহিম জিল্লুর, সোহেল, সূফি মো. দিদার। প্রধান বক্তা নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আক্তার হোসেন সৌরভ, আব্দুল হান্নান, আফজাল হোসেন আরজু, সাজ্জাদ হোসেন, মঈন আলম মাঈনু, আমিরুল কবির সুমন, আবু সালেহ নূর চৌধুরী রিমন, মো. ফারুক, শওকত ওসমান তানজির, শুভ দাশ, রুবেল দাশ, সাজ্জাদ হোসেন শাওন, আয়মান আকাশ প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগ নেতা তপু : প্রথম রমজানের শুরুতেই চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর নেতৃত্বে একদল যুবক কাধে ব্যাগ ভর্তি সেহরির খাবার নিয়ে সাইকেল করে নগরীর অলি গলিতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিতরণ কার্যক্রম শুরু করেন। প্রথম রমজান থেকে এই পর্যন্ত নগরীর মোহাম্মদপুর, মুরাদপুর, ২নং গেইট, মেডিকেল গেইট, গোল পাহাড় মোড়, জিইসি, অক্সিজেন, বহদ্দারহাট, চকবাজার, গরিবুল্লাহ শাহ মাজার গেইট, ওয়াসা মোড়, লালখান বাজার, প্রবত্তক মোড়, পাঁচলাইশ তানার মোড়ে, মেহেদীবাগসহ আশপাশের এলাকায় শত শত ভাসমান মানুষ-রক্সিা-ট্যাক্সির ড্রাইভারদের মাঝে সেহেরী বিতরণ করে আসছেন। প্রতিদিন ২শ’ জন রোজদারদের মাঝে সেহেরী বিতরণ করে আসছে বলে জানান সেহেরি ওয়ালার উদ্যোক্তা তপু। তিনি আজাদীকে জানান, জানান মূলত শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাই-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন। তাঁর পরার্মশে করোনাকাল বিভিন্ন সময়ে নানান মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি।

যুব সংগঠক আবুল বশর : পবিত্র মাহে রমজানে ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ ষোলশহর ২নং গেইট মোড়ে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও ষোলশহর মহল্লা কমিটি সাধারণ সম্পাদক যুব সংগঠক মো. আবুল বশরের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, নগর যুবলীগ সদস্য মাসুদ রেজা, আবু সাইদ জন, খোকন চন্দ্র তাতি, আবু বকর চৌধুরী, রতন মল্লিক, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা খোরশেদ আলম বাপ্পি, হাসানুর রহমান হাসান, এড. সৈয়দ রবি, সাইফুল করিম, মো. রুবেল, নগর ছাত্রলীগের সদস্য ইমরান আহমেদ শাওন, শহিদুল আলম টিপু, এনামুল হক, রাজা মিয়া, আবুল হোসেন সুমন, আবতাফ উদ্দিন, আবু তাহের মুন্সি, মোহাম্মদ রিপু, সামশুল আমল রুবেল, মো. সবুজ মিয়া, কামাল হোসেন, টিটু দাস, ইসমাইল হোসেন, মোহাম্মদ রিপন, ইয়াছিন আরাফাত সাদ্দাম, মিনহাজ উদ্দিন জুয়েল, মো. মহিউদ্দিন, মো. আলী, দেলোয়ার হোসেন, টিপু আহম্মেদ, মো. সুমন, ইমাম উদ্দিন রনি, আরিফ হোসেন, মো. রুবেল, জাহিদ হোসেন, ফজলুর রহমান, ইমন হোসেন, ইসমাল মোল্লা, মো. নাঈম, মো. সাচ্চু মিয়া, এরশাদ হোসেন, মো. রাতুল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুস্বাস্থ্যে লিভার সুরক্ষার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধকাপ্তাই ন্যাশনাল পার্কে বিরল প্রজাতির সোনালি রঙের অজগর অবমুক্ত