৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড : ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম ৮ মার্চ বিকালে ব্যবসায়ী মোহাম্মদ আবু ছৈয়দের সৌজন্যে ৩৫০ জন মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আবু ছৈয়দ, ছালেহ আহমদ, সংগঠক মোহাম্মদ আলমগীর, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ আফজল খান মিন্টু, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ আলমগীর তুহিন, মোহাম্মদ ওমর শরীফ রাব্বি প্রমুখ। সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার–সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
পতেঙ্গা হাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠ : বিশিষ্ট সমাজ সেবক ও ক্রিড়া সংগঠক মাসুদ রানার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮ মার্চ বিকেল ৪ টায় পতেঙ্গার হাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাদাত হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও সংগঠক মেম্বার মো.নেজাম, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সাইফুল, সমাজ সেবক জসিম উদ্দিন, মনির আহম্মদ, মো. সোলাইমান। ইফতার সামগ্রী বিতরণকালে সমাজ সেবক মাসুদ রানা জানান, মানুষ মানুষের জন্য, তাই মানবতার কল্যাণে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে।