মুরাদপুর সাউন্ড হেলথ ক্লাব : সমাজের নিম্ন আয়ের মানুষের কাছে গরম কম্বল ও খাদ্য বিতরণ করেছে চট্টগ্রামের পশ্চিম ষোলশহর মুরাদপুর সাউন্ড হেলথ ক্লাব।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসব সামগ্রী বিতরণ করে তারা। এর আগে গরীব মানুষের পরিধেয় বস্ত্রের কষ্ট লাঘবে একটি মানবতার প্রাচীর উদ্বোধন করা হয়। যেখান থেকে যে কেউ তাদের প্রয়োজনীয় কাপড় নিতে এবং দিয়ে যেতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোছলেম উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন- সাউন্ড হেলথ ক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, জিপিএইচ ইস্পাত গ্রুপে চেয়ারম্যান ও সাউন্ড হেলথ ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি। সভাপতিত্ব করেন সাউন্ড হেলথ ক্লাবের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান ভুঁইয়া। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্রমুক্ত ও শিক্ষিত একটি জাতি গঠনের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার রেখে যাওয়া সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই গরীব দুখী মেহনতি মানুষের কল্যাণে সবার এগিয়ে আসা একান্ত দরকার। তারই ধারবাহিকতায় সাউন্ড হেলথ ক্লাবের পক্ষ থেকে এই সামগ্রী বিতরণ করা হলো। আগামীতে আরো বড় পরিসরে এধরনের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
দোহাজারী : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসভার আলহাজ্ব আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৬’শ শীতার্তের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা মাও. খোরশেদ আলম রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনচুর আলী ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল শুক্কুর, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী। মাও. আবদুল গফুর রব্বানীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সাবেক মেম্বার এসএম জামাল উদ্দিন, মো. শাহ্ আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, মোহাম্মদ হোসেন মাম্মদ, ওসমান আলী ভুট্টো, মনচফ আলী, মাও. মোকতার হোসেন শিবলী, আমির হোসেন, মাষ্টার রূপক কান্তি ঘোষ, এমরান বেগ, আব্দুর রশিদ, ফরহাদুল ইসলাম, মুহিম বাদশা, আসিফুল ইসলাম খান, মঈনুল ইসলাম মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, মনজুর আলম প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার ৯ ওয়ার্ডের ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
হাটহাজারী ফতেপুর ইউনিয়ন : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে গতকাল শুক্রবার সেবামূলক সংগঠন মিলন পূর্ণিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, হাটহাজারী ও রাউজান প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও মো. শফিউল আলম, ১১নং ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদিন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। সাংবাদিক রতন কুমার বড়ুয়া ও শ্যামল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক স ম জিয়াউর রহমান, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, সুভাষ চন্দ্র বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, অরুপ বড়ুয়া প্রমুখ।
দক্ষিণ জেলা ছাত্রদল : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডিন্টে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে একটি এতিম খানায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মতিউর রহমান রাসেল, এম হাশেম চৌধুরী, সালাহউদ্দিন জাহেদ, ইসমাইল হোসেন নিশান, আবদুল মান্নান রানা, শাকেরুল ইসলাম শাকিব, আরেফিন রিয়াদ, মো. ইসমাইল, আবদুল মান্নান হৃদয়, তারেক রহমান, ফরহাদ হোসেন আসিফ, মো. সুমন, মোফাচ্ছের হোসেন জুয়েল, রিয়াদ হোসেন, মো. আবসার, আব্দুল্লাহ আল রাফি, আবদুল লতিফ, জাহেদ সুজন, সেকান্দর হোসেন ডেবিট, শাকিব আনোয়ার চৌধুরী, শফিউল আলম চৌধুরী, এম হাসনাত জিয়া, রবিউল হোসেন রানা, আব্দুল খালেক, মাঈন উদ্দী সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।