আল–হামিম ইনস্টিটিউট : শীতার্তদের মাঝে গত ১৫ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রামের আল–হামিম ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বছরব্যাপী ‘ডেইলি সাদাকাহ’ প্রোগ্রামের আওতায় তারা ‘সাদাকা বঙে’ যে অর্থ সঞ্চয় করেছে তা–ই দিয়ে কেনা হয়েছে শীতবস্ত্র। ‘অ্যানুয়াল রেজাল্ট পাবলিশিং ডেই’তে আল–হামিমের শিশুরা নিজ হাতেই শীতবস্ত্র তুলে দেয় শীতার্ত মানুষদের হাতে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শীর্ষক এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন জামিআ দারুল মাআরিফের মুহাদ্দিন মাওলানা ফরিদ আহমদ আনসারী, এসএ ফ্যামিলির সিসিও মুহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, আল–হামিম ইনস্টিটিউটের কো–চেয়ারম্যান ইয়াসমিন আলম, তাওহিদুল উম্মাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ জুবাইর এবং প্রিন্সিপাল আরিফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস.এ ফ্যামিলি এবং আল–হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। প্রেস বিজ্ঞপ্তি।
তাজকিয়া’র উদ্যোগে ২০ ডিসেম্বর সুন্দর বন্দনা দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তাজকিয়ার কেন্দ্রীয় সহসভাপতি আবু সালেহ সুমনের সভাপতিত্বে মো. সাজ্জাদুল ইসলাম তানভীরের সঞ্চালনায় লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ ইবনে আলম। এলাকায় প্রায় দুশতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশিরুল আলম শরিফ, উত্তর কলাউজান তরুনসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ, আহমেদ কবির। বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজ করায় হল সকল ধর্মের সারকথা। এতে উপস্থিত ছিলেন তাজকিয়ার সদস্য নুর মোহম্মদ, জিয়াউল হাসান, সাহেদুল ইসলাম সাহেদ, মো. আশরাফুল ইসলাম সাদাফ, মোহাম্মদ শাহেদ, নুর নবী প্রমুখ। শেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মিলাদ–কিয়াম, মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আমির ভাণ্ডার শাহ্ আজিম মরমী গোষ্ঠী : আগামী ১৫ জানুয়ারি আউলাদে রাসুল হযরত আমিরুল আউলিয়া মাওলানা সৈয়দ আমিরুজ্জমান শাহ্ (ক🙂 এর বার্ষিক ওরস শরীফ উপলক্ষে হযরত মাওলানা সৈয়দ ফয়সাল শাহ্ আল আমিরীর পক্ষ হতে মসজিদের খতিব ও মোয়াজ্জিনদের শীতবস্ত্র উপহার হিসেবে দেওয়া হয়।
আমির ভাণ্ডার শরীফ শাহ্ মঞ্জিলের সেবামূলক ও সাংস্কৃতিক সংগঠন শাহ্ আজিম মরমী গোষ্ঠী ব্যাবস্থাপনায় গত ২৩ ডিসেম্বর শুক্রবার পার্বত্য চট্টগ্রামের রাজস্থলীর বাঙ্গালহালীয়া বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন শাহ আজিম মরমী গোষ্ঠীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ রানা, সভাপতি গীতিকার রনি ভাণ্ডারী, সাধারণ সম্পাদক মো. নুরুল আজম আসিফ, অর্থ সম্পাদক মো. ওয়াহিদুল আলম জুয়েল, সহ অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মহিউদ্দিন আল কাদেরী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












