বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি ‘এই বর্ষায় অন্তত একটি করে গাছ লাগান’

| শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

রজভীয়া নুরীয়া কমিটি : রজভীয়া নুরীয়া কমিটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ডিসি হিলে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, পরিবেশের স্বাভাবিকতা ও ভারসাম্যের প্রয়োজনে এবং সভ্যতার বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। মানুষের জীবনজীবিকার জন্যও বৃক্ষ অতীব গুরুত্বপূর্ণ। বৈষয়িক প্রয়োজনেও তাই বৃক্ষরোপণ করা একান্ত দরকার। যেকোনো ফল ও ফসল উৎপন্ন হলেই তা মানুষের কল্যাণ বয়ে আনে। এমনকি ওই ফল বা ফসল যদি উৎপাদনকারী বা প্রকৃত মালিক নাও পায়, কেউ যদি চুরি করে নিয়ে যায় তাতেও সমাজের কারও না কারও প্রয়োজন পূর্ণ হয়। ইসলাম এ বিষয়ে মানুষকে সান্ত্বনা প্রদান করেছে। নবী করিম (সা.) বলেছেন, ‘যদি কোনো মুসলিম কোনো ফলের গাছ লাগায় বা বাগিচা করে অথবা ক্ষেতে কোনো শস্যের বীজ বপন করে, তা থেকে উৎপন্ন কোনো ফল মানুষ বা পশুপাখি খায়, তবে ওই বৃক্ষের মালিক, বাগিচাওয়ালা বা ক্ষেতওয়ালা সদকার সওয়াব পাবে।’ ইসলামে ফল বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সওয়াবের কাজ হিসেবে সদকায়ে জারিয়া বা অবিরত দানরূপে আখ্যায়িত করা হয়েছে। তেমনিভাবে জীববৈচিত্র রক্ষার জন্য বনজঔষধি বৃক্ষ খুব প্রয়োজন। আসুন, আমাদের নিজের প্রয়োজনে হলেও একটি করে বৃক্ষ রোপণ করি।

কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সচিব মুহাম্মদ আয়ুব তাহেরী, সহঅর্থ সচিব মুহাম্মদ আমান উল্লাহ, প্রচার সচিব ওসমান জাহাঙ্গীর, সহপ্রচার সচিব নুরুল হুদা আক্কাস, সহশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব মুহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, নির্বাহী মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ কায়সার প্রমুখ।

ঐকতান পরিবার : গতকাল দক্ষিণমধ্যম হালিশহরস্থ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐকতান পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের প্রধান সহায়ক লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হীরালাল বণিক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিন বাবর, সমাজসেবক মো. মোরশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশাদ আলী আকবর, স্বেচ্ছা রক্তদাতা ফোরাম প্রধান আশীষ কান্তি মুহুরী, সাংবাদিক রূপম চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য মিথূন দত্ত, সুমন কান্তি দে বাবু, যিশু দে, নয়ন দে, জিদান দে, তুষার দাশ, উৎস সরকার, হৃদয় বড়ুয়া, শশী দে প্রমুখ।

এইচপিএফ : ‘গাছ লাগাই জীবন বাঁচাই’ এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন (এইচপিএফ) এর উদ্যোগে নগরীর বিভিন্ন পরিত্যক্ত জায়গায়, রাস্তার পাশে, নদীর তীরে গতকাল সকাল ১১টায় স্বেচ্ছাসেবীরা পাঁচটি টিমে ভাগ হয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে। এতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হৃদয় দে, কার্যকরী কমিটির শরণ বড়ুয়া, অন্তু দে, পূজা ভট্টাচার্য্য, প্রিয়া ভট্টাচার্য্য, পুলক চৌধুরী, মো. নুর, কান্তা দেবনাথ, মো. এরশাদ, সৌরভ বসাক, অমিত দে, অন্তুজিৎ দাশ, মৈত্রী বিশ্বাস, মো. এরশাদ, সুমন চৌধুরী, নুসরাত ইলা, জান্নাতুল নাঈম, মানসী বড়ুয়া, শান্তজিৎ মল্লিক, মো. মনির, পপি চক্রবর্তী, শর্মিলা চক্রবর্তী, মো. রুবেল প্রমুখ।

সূর্যগিরি আশ্রম : মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী। টিটু চৌধুরীর সভাপতিত্বে এবং আশ্রম অধ্যক্ষ লায়ন ডা. বরুন কুমার আচার্য্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দীন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মাস্টার কবির আহম্মদ, সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, মাস্টার খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ আইয়ুব, উন্মুল আশেকীন মা মনোয়ারা বেগম (.) এতিমখানা ও হেফজখানার হেড মওলানা হাফেজ আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোর যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেন গুপ্তা, প্রভাত যুব নারী সংগঠনের প্রশিক্ষক নূরী আসমা, জেসমিন মাহমুদ, ফটিকছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার, লায়ন মোহাম্মদ গাজী আবু জাফর, লায়ন জানে আলম, লায়ন সেলিম সিকদার, লায়ন কামরুন নাহার, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টিপু ও উপজেলা আওয়ামী লীগ সদস্য এম এ মুছা।

স্বগত বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উপদেষ্টা গৌরাঙ্গ দত্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তরুন কুমার আচার্য্য, সুজন শীল, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, শংকর দাশ, শিমুল পাল, অভি বসু মল্লিক, ডা. উজ্জল কুমার শীল, মানিক বড়ুয়া, ঝুমুর সর্দার ১, ঝুমুর সর্দার ২, শিবু ভট্টাচার্য, শিমুল ভট্টাচার্য, প্রবোধ পাল, নিপু পাল, মৃদুল দে, ঝুন্টু শীল, সজীব শীল, নিলু দাশ, তপন দাশ, সোনারাম আচার্য্য, কুমার রতন আচার্য্য, মহিলা সম্পাদিকা অর্চ্চনা রাণী আচার্য্য, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, মৌসুমি চৌধুরী, জয়া গুহ, লুনা বিশ্বাস, রূপনা আচার্য্য, মুন্নী দাশ, সীমা দাশ, অগ্নিলা শর্মা দিয়া, অদিতি দাশ, রূপনা রাণী আচার্য্য, আনু বড়ুয়া ও সুমা সর্দার নমিতা দাশ।

জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশন : ফটিকছড়িতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক ‘বনায়ন’ প্রকল্প বাস্তবায়নে গাছের চারা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার আলহাজ্ব জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ‘ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশ’ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রথমে উপজেলার মির্জারহাট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায়ও কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের জন্য পরিবেশভিত্তিক বই প্রদানও করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাহাঙ্গীর ও রোকেয়া কবির ফাউন্ডেশনের সমন্বয়ক মাষ্টার আব্দুল মজিদ, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ও ম ফারুক হোসাইন, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য তৌহিদুল আলম মুন্সী, মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফিরোজ খাঁন, ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশের সমন্বয়ক নোমান বিন খুরশীদ, নাবিল হাসান, আবু মুহায়মিন চৌধুরীসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১১ বছরে রাঙামাটিতে জনসংখ্যা বেড়েছে ৫১ হাজার, চাপ বাড়ছে শহরে
পরবর্তী নিবন্ধআস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী