বিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

আজাদী ডেস্ক | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সমপ্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সবাই মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সবার।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, শনিবার রাতে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী দক্ষিণ রাউজানের শতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে ফজলে করিম চৌধুরীর সাথে ছিলেন উপজেলার সহকারি কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, ওসি আবদুল্লাহ আল হারুন, প্রবাসী আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, সাহাবুদ্দিন আরিফ, আব্বাস উদ্দিন আহমদ, সৈয়দ আবদুল জব্বার, সোহেল মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া। কদলপুর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। সাথে ছিলেন চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ। ফজলে করিম চৌধুরী এমপিকে দক্ষিণ রাউজানের পূজামণ্ডপ গুলোতে স্বাগত জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী।

জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল : চট্টগ্রাম জেমসেন হলের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সমপ্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামপ্রদায়িক সমপ্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধাদারিদ্র্যমুক্ত ও সুখীসমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সহসভাপতি সুমন দেবনাথ, সজল দত্ত, শেখ মোহাম্মদ হোসাইন এমরান, উমাশঙ্কর চৌধুরী, শহীদুল ইসলাম পিন্টু, বাবুল, টুটুল প্রমুখ।

প্যানেল মেয়র গিয়াস উদ্দিন : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র গিয়াস উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্ড এলাকার সনাতনী সমপ্রদায়ের ৩০০ জন মানুষের মাঝে বস্ত্র ও ৮টি পূজা কমিটির মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত শুক্রবার সকালে চট্টেশ্বরী মোড়স্থ ফরিদ টাওয়ারে এই শারদীয় বস্ত্র ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাজাহান রতন, আব্দুল জলিল, শিশির দে, আমিনুল ইসলাম, বিশ্বনাথ দাশ বিশু, শ্যামলী বড়ুয়া, সাধন দে, মোঃ শাহজাহান, দেবু চক্রবর্তী, বটন দত্ত, দয়াল দাস, অজয় মল্লিক, শুভ মল্লিক, রাজিব দাশ, নয়ন চৌধুরী, সুজন দাশ প্রমুখ।

২নং জালালাবাদ ওয়ার্ড : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন, মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর মো: সাহেদ ইকবাল (বাবু)। মতবিনিময়কালে কাউন্সিলর মো: সাহেদ ইকবাল (বাবু) বলেন, বাংলাদেশে যুগে যুগে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করছে। আওয়ামী লীগ সরকার সংখ্যালঘু সমপ্রদায়ের স্বার্থ সংরক্ষণে সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই আমাদেরকে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডা. দোলন কুমার বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল নাথ, দিপক কুমার রায়, রনজিত মহাজন, বিপুল মুহুরী, নিপুল মুহুরী, পলাশ বিশ্বাস, লিটন মুহুরী, টিটু বিশ্বাস, রুবেল বসু, উজ্জ্বল বিশ্বাস, বিশ্বজিৎ দত্ত, উত্তম শীল, মো: নুরুল আবছার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাঁশখালী : বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান। গত শনিবার সপ্তমী পূজার দিন তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতনী সমপ্রদায়ের পূজার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মুজিবুর রহমান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজায় সবার মধ্যে সৌহার্দ্য বজায় থাকে। এই পূজা বাঙালি জাতির কাছে উৎসবে পরিণত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, নীলকন্ঠ দাশ, ঋষিকেশ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক, রাজীব গুহ, বিশ্বজিৎ দেব, রায়হানুল হক, বেলাল উদ্দিন, আজিজ তুহিন, মোহাম্মদ সোহেল, আব্দুল কাদের রিমন, রিয়ান মো. বখতিয়ার, খোরশেদ আলম প্রমুখ।

মহানগর ১৪ দলের সমন্বয়ক : শারদীয় দুর্গোৎসব বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার মহা অষ্টমীর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর পূর্ব মাদারবাড়ী, পশ্চিম মাদারবাড়ী, গোসাইলডাঙ্গা, মধ্যম হালিশহর, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গা, উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওতাধীন পুজামণ্ডপসমূহ পরিদর্শন এবং সনাতনী সম্প্রদায়ের নেতবৃন্দের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময়কালে উক্ত মত প্রকাশ করেন সুজন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. আতাউল্লাহ চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, পংকজ বৈদ্য সুজন, পেয়ারুল ইসলাম, শ্যামল মিত্র, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, মাঈনুল হক লিমন, উত্তম কুমার দত্ত, মোরশেদ আলম, মো. সেলিম, জাহেদ আহমদ চৌধুরী, সমীর মহাজন লিটন, মো. বাবলু, জাইদুল ইসলাম দুর্লভ, লিংকন দে, আরাফাত বিপ্লব, সবুজ দে, আরাফাত রুবেল, মো. বেলাল, মিঠু চৌধুরী, আশীষ সরকার নয়ন, অনিক চৌধুরী, অংকন শীল প্রমুখ।

চকবাজার ওয়ার্ড কাউন্সিলর : নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে গত ২০ অক্টোবর শারদ উপহারস্বরূপ বস্ত্র বিতরণ করা হয়েছে। কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব মোহাম্মদ তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমদ, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আহমদ, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শাহেদুল আজম শাকিল, হাজী সেলিম রহমান, পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী, তরুন দাশ ভানু, শ্যামল বিশ্বাস, নিজাম উদ্দিন আহাদ, মিজানুর রহমান মিজান, গিয়াস উদ্দিন সাজিদ, মোহাম্মদ নোমান, রবিউল ইসলাম রাজু, মিঠুন চক্রবর্তী, জিৎ কর (বাবু), শচীন দাশ।

অনুপ বিশ্বাসরমা বিশ্বাস ফাউন্ডেশন : শারদীয়া দূর্গোৎসব উপলক্ষ্যে ২২ অক্টোবর (মহাষ্টমী) অনুপ বিশ্বাসরমা বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে পাথরঘাটা এলাকার গরীবদুঃখী হিন্দুধর্মীয় নারীপুরুষ ও ছোট বাচ্চাদের মধ্যে শাড়ীলুঙ্গি ও গেঞ্জী বিতরণ করা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুভব বিশ্বাস পাপন। এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় মহিলা সংস্থা : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে উপহার সামাগ্রী প্রদান অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেছেন, বর্তমান সরকার প্রত্যেক ধর্মের মানুষেরা ধর্মীয় উৎসব যাতে নিরাপদে পালন করতে পারে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রবিবার বিকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেব এমপি চেমন আরা তৈয়বের বাসভবনে দুর্গোৎসবের উপহার সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর ইয়াসমিন আকতার চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক বতিকা বড়ুয়া, দিলোয়ারা কায়েস সুমী, কৃঞ্চ রানী দাশ, জেলা মহিলা সংস্থার কর্মকতা শাহনা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সায়মা নওশীন নুলা, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, জেলা মহিলা সংস্থার প্রশিক্ষক রুশ্নী আকতার, আনোয়ারা উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী হামিদা আকতার, সাবেক ইউপি সদস্য লাকী দাশ, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিল্পী মিত্র মেম্বার, রিংকী দেব মেম্বার, হোসনে আরা, শাহনাজ বেগম, শর্মিলা বৈদ্য, রিক্তা দাশ, পূর্ণিমা দে, ফেরদৌস বেগম, নিলুফা আকতার, লুৎফার নেছা, স্বপ্না রানী ধর, লুপর্ণা মুৎসুদ্দি লোপা, সুপর্ণা মুৎসুদ্দি শুক্লস প্রমুখ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল। তিনি গত ২১ অক্টাবর২৩ দূর্গাপূজার মহাসপ্তমীতে চট্টগ্রামের, মালিপাড়া কৈলব্য যুব জাগরণ সংঘ, পাহাড়তলী, পূর্ব গোসাইল ডাঙ্গা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, ডবলমুরিং, কুয়াইশ চান্দগাঁও সার্বজনীন শারদীয় দুর্গা মন্দির, কোতোয়ালি, রাজাপুকুর সার্বজনীন পূজা মন্দির, কোতোয়ালি, এনায়েত বাজার পূজা মন্দির, কোতোয়ালি, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পূজা মন্দির, কোতোয়ালি সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের সময় পূজা কমিটির সাথে মত বিনিময় করেন এবং নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসারভিডিপি সদস্যসদস্যাদের শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন আনসারভিডিপি চট্টগ্রাম এর জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।

বোয়ালখালী পৌর মেয়র : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি অসামপ্রদায়িক দেশ। স্বাধীনতার পরপরই তিনি এই লক্ষ্যে কাজ শুরু করেন। বঙ্গবন্ধুর সেই অসামপ্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত ২১ অক্টোবর রাতে বোয়ালখালী পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পৌরমেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, মোহাম্মদ পারভেজ, মোঃ ইব্রাহীম, আলি আজগর, সাইদুল আলম, বেলাল মোঃ সাইফুদ্দিন, মইন উদ্দিন বাদল, মেজবাহ উদ্দিন সবুজ, মোবারক হোসেন, সচিব চৌধুরী, অনিক চৌধুরী বাসু, গিয়াস উদ্দিন সুমন, মোঃ সেলিম, মোঃ সোহেল, রহিম তানভির, সাজ্জাদ, আবুল মুনচুর, সাইফুদ্দিন খালেদ, মাহমুদুর ইসলাম সাকিব প্রমুখ।

হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ : হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রবিবার মহাঅষ্টমীতে হাটহাজারীর দুর্গম পাহাড়ী অঞ্চল মনাইপাড়া ত্রিপুরা পল্লীতে শারদ উপহার বিতরণ, অসচ্ছল বয়োবৃদ্ধদের আর্থিক অনুদান ও মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক নেতা শিমুল কান্তি মহাজন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক নাথ। প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা উদয় সেন। পরিষদের সভাপতি ডা. অসীম দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিকু শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের সমন্বয়কারী কল্যাণ পাল, প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে। স্বাগত বক্তব্য রাখেন ফুলচান ত্রিপুরা। আরো মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি তপন পাল, দীপন দাশ, রতন নাথ, লিটন দে, ডা. জগদীশ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মুন্সী বিশ্বজিৎ দে, রুদ্র আচার্য্য, বিধান বণিক, জনি বিশ্বাস, বিশ্বজিৎ নাথ, শংকর দাশ, গোপাল নাথ, গোকুল মল্লিক, পরিমল নাথ, নির্মল ত্রিপুরা, শচীন ত্রিপুরা প্রমুখ।

৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বিমানবন্দর শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, পতেঙ্গা উত্তরণ সংঘ, পতেঙ্গা বন্ধু মিলন সংঘ ও ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের পতেঙ্গা শ্যামা সংঘ, উত্তর পাড়া চন্ডী মন্দির পূজামন্ডপ পরিদর্শন ও নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লা শ উদ্ধার