ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় এতিমখানা ও দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
এমপি নদভী: আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুস্থ অসহায়দের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও কোরবানির মাংস বিতরণ করা হয়। এবারের কুরবানিতে অর্থায়ন করে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ঈদুল আযহার দ্বিতীয় দিবস সোমবার দিনব্যাপী কোরবানি মাংস বিতরণের সূচনা করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আল মুহাম্মদ হোছামুদ্দিনের তত্বাবধানে মাংস বিতরণে অংশগ্রহণ করেন সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব মাংস দেওয়া হয়। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় কোরবানির মাংস বিতরণ করেন তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমরান শরীফ ইমু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, মরিয়ম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন সেতু, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলম শাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবু ছালেহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, আওয়ামী লীগ নেতা মো. আলমগীর, মো. মনির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, ছাত্রলীগ নেতা মো. ইমতিয়াজ, মো. নয়ন, মো. রাকিব, মো. আশরাফ, মো. সাজ্জাদ, মো. আকবর প্রমুখ। এদিন দুস্থ ও অসহায় শতাধিক মানুষের মাঝে দেড় কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, মাংস বিতরণের জন্য উপজেলার চারটি জনাকীর্ণ স্থান পদুয়া, ধামাইরহাট, রাণীরহাট ও মরিয়মনগর এলাকাকে নির্ধারণ করা হয়। পরে সেখানে কোরবানি দেয়া গরু জবেহ করে মাংসগুলো স্থানীয় দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এরআগে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে রেডক্রিসেন্টের সহায়তায় সাড়ে ৩শত দুস্থ মানুষ ও বিভিন্ন এতিমখানায় মাংসের প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে তিন কেজি করে মাংস দেয়া হয়েছে। প্রতিবছর কোরবানির সময় তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
স্বপ্নপূরক ব্লাড ডোনেশন : পবিত্র ঈদুল আজহার দিন মধ্যবিত্ত মানুষের মাঝে মাংস ও ঈদের ২য় দিন হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে স্বপ্নপূরক ব্লাড ডোনেশন সংগঠন। নগরীর দেওয়ানহাট, পুরাতন রেল স্টেশন, চৌমুহনী, আগ্রাবাদ বেপারীপাড়া, বড়পুল, ওয়াপদা ও হালিশহর এ-বক্লে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান, আজীবন সদস্য মাহবুব রাহাত, সিনিয়ার সদস্য ওমর ফারুক, মেহেদী, পলাশ, কায়েস, ফুয়াদ, ফারাবি, হিমেল, মাহিদ, ফাহিম, আলভী, হিমেল, শান্ত, প্রান্ত, জিসান, রাকিব প্রমুখ।
রেড ক্রিসেন্ট : করোনা পরিস্থিতিতে হতদরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্তদের কথা চিন্তা করে তাদেরকে কোরবানি উপহার বিতরণ করলো রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। তার্কিস রেড ক্রিসেন্টের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে গত ১১ জুলাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর মাংস নগরীর মুরাদপুর এলাকায় প্রতিবন্ধী, দরিদ্র, নিম্ম মধ্যবিত্তদের বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। তার্কিস রেড ক্রিসেন্টের হেড অব ইস্তাম্বুল ইউনিট এরগুল জেমালির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য রাশেদ খান মেনন, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, তার্কিস রেড ক্রিসেন্টের প্রতিধিবৃন্দ, ষোলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক শেখ সরওয়ার্দী, সোসাইটির জাতীয় যুব কমিশনের চেয়ার ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু সহ জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যবৃন্দ। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হাটহাজারী, রাঙ্গুনীয়া, বোয়ালখালী, রাউজান, পটিয়া, আনোয়ারা উপজেলার দরিদ্র, নিম্নবিত্ত, অসহায়দের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়।
ফুটন্ত ফুলের আসর : পটিয়ায় জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসরের উদ্যোগে গরু কোরবানী প্রজেক্ট গত মঙ্গলবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক এম. নাজমুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপ নির্বাহী পরিচালক আজাদ হোসেন রানা এবং প্রজেক্টের মনিটর এম. শাহ জুয়েলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান কাজী সোলাইমান চৌধুরী, উদ্বোধক ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স পটিয়ার জোনাল ইনচার্জ মাহমুদ উল্লাহ্, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী মুহাম্মদ আরাফাত। এসময় সময় বক্তারা বলেন, অনেকেই সামর্থ্যের অভাবে কুরবানী করতে পারে না। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, মানুষ হয়ে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে যেতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আমান উল্লাহ কবির, সদস্য এস এম মুনতাসীর উদ্দীন চৌধুরী, বোরহান উদ্দীন আবিদ, সাজ্জাদ হোসেন, আশিক চৌধুরী, নয়ন হাসান আবিদ। এসময় গরু কোরবানী করে শিশু কিশোরসহ প্রায় শতাধিক পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়।
ফোরকান ওয়েলফেয়ার ফাউন্ডেশন : গত ১০ জুলাই সকাল ১১টায় বান্দরবান আলীকদম উপজেলাসহ কয়েকটি উপজেলাতে তিন শতাধিক নওমুসলিম, অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পাঁচটি গরু কুরবানী করে মাংস বিতরণ করেন আল ফোরকান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন বালাদেশ সমাচার চট্টগামের সিনিয়র প্রতিনিধ ও সংগঠনের পৃষ্ঠপোষক মাওলানা মাহমুদ উল্লাহ্, সংগঠনের সভাপতি মাওলানা বেলাল উদ্দিন, সহ সভাপতি মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ইসমাইল নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রহমত আলী, মাস্টার জসীম উদ্দীন। বিতরণকালে মাহমুদ উল্লাহ, বলেন, অনন্দ ভাগাভাগি করে নেওয়ার নামই ঈদ। মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা আমাদের দায়িত্ব, তাই সমাজের সামর্থ্যবানদের সংকটে পড়া মানুষের পাশে থাকতে হবে।
পটিয়া কেলিশহর ও হাইদগাও গুচ্ছগ্রাম : পটিয়ার কেলিশহর ও হাইদগাও গুচ্ছগ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে রান্না করা খাবার এবং বয়স্কদের মধ্যে নগদ টাকা বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি। কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক মেম্বারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা ও রান্না করা খাবার বিতরণ করেন বদিউল আলম বদি। ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিএম জমির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, ছিদ্দিক মেম্বার, পৌর সভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, এনামুল হক এনাম, সাইফুল ইসলাম, নীকিল দে, শাহজাহান চৌধুরী, সাহেদ মেম্বার, শাহীন, হাসান শরীফ, আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম ও সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, ইকবাল, আমিন, সাকিব বাঁচা।