বিভিন্ন স্থানে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

চকবাজার, বাকলিয়া ও কোতোয়ালী থানা যুবদল : আর্থিকভাবে অসচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়। তিনি গতকাল শনিবার বিকেলে নগরীর চকবাজার গনি কলোনীর মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে চকবাজার, বাকলিয়া ও কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিমের সঞ্চালনায়ে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান। এসময় মেয়র বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, খালেদা জিয়া ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন। প্রধান বক্তার বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, যারা আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিল না, তারা এখন আন্দোলনের সমস্ত ফসল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, আগামী নির্বাচন একটি কঠিন চ্যালেঞ্জ, তবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে এবং জনগণের উন্নয়ন নিশ্চিত হবে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, আমিন মাহমুদ, হাজী নবাব খান, নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, আব্দুর রহিম, নূরু হোসেন নুরু, হাসান, মো. সোহেল, মহিলাদল নেত্রী রেজিয়া চৌধুরী মুন্নি, নাজমা বেগম, কানিজ ফাতেমা জান্নাত প্রমূখ।

পাঁচলাইশ থানা যুবদল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি (চট্টগ্রাম বিভাগীয়) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ গতকাল শনিবার পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে মুরাদপুর মোড় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় মুহাম্মদ শাহেদ বলেন, পলাতক খুনী হাসিনার প্রেতাত্মারা এদেশে অরাজকতা বিশৃঙ্খলা করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফা অনুযায়ী আগামীর বৈষম্যহীন বাংলাদেশ হবে আমাদের সবার। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, রিদোয়ান হোসেন জনি, শহিদুল ইসলাম মাসুম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোঃ জাবেদ হোসেন, নাসির উদ্দিন, আমজাদ হোসেন, মাঈন উদ্দিন মামুন, কোরবান আলী রহিম, মোঃ হাসান তোফা, এনামুল ইসলাম এনাম, সোলায়মান হোসেন মনা, মাসুদ আলম, জাবেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, তোফাজ্জল হোসেন, সত্যজিৎ বড়ুয়া রুপু, মোঃ সুমন, জসিম উদ্দিন তালুকদার, রাসেল আহমদ, মোহাম্মদ জাহেদ, সানি আহমেদ, মোহাম্মদ জুবায়ের প্রমুখ।

মহানগর যুবদল : চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোঃ ইফাজ খান ও এ এম মাসুদুর রহমান মোহনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাস নেতা শেখ মাহফুজ, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ইফতেখার উল আলম সবুজ, সাবেক ছাত্রদল নেতা এমন, কমার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রায়হান, সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল উদ্দিন, ডবলমুরিং থানা যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, মোঃ জুয়েল, মোঃ জয়, রাসেল আহমেদ, মোঃ ফারুক, মোঃ মুরাদ উদ্দিন, মোহাম্মদ বেলাল, মাহবুব আলম, ছাত্রদল নেতা তাহসিন সহ আরো অনেকে।

চকবাজার থানা বিএনপি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানের পক্ষ থেকে নগরীর কাপাসগোলা এলাকায় শনিবার (১৫ মার্চ) রোজাদার ও পথচারীদের মাঝে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চলমান ইফতার বিতরণ কর্মসূচি পলন করা হয়েছে। ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সাইমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এস এম সিরাজ। আরও উপস্থিত ছিলেন নুরুল আলম শিপু, নুরুল হাসান টিপু, রাহাত উল্লাহ রবিন, ইলিয়াস জিকু, সাইফু, শহিদ, কামাল, আলম, ফারুক, সোহেল, জাকির, ইমরান লিটন, রহিত, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাতকানিয়া, লায়ন আবদুল গাফফার চৌধুরী : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলার সাবেক সভাপতি লায়ন আবদুল গাফফার চৌধুরীর উদ্যোগে নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল এবং সেহেরী সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আব্বাস উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিদারুল আলম, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি, আমিলাইশ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহমেদ,খাগুরিয়া ছাত্রদলের সাবেক সভাপতি হামজাল আলী, ছাত্রদল নেতা জলিল উদ্দিন এবং বান্দরবান উপজেলা জাসাস এর সদস্য সচিব মিশকাত প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতারসেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। এতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর আলম।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নাই
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, বৈশ্বিক শান্তির জন্যও হুমকি