বিভিন্ন স্থানে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

মাহে রমজানের প্রথম দিন থেকে ইফতার, ত্রাণ, সেহেরী ও উপহার সামগ্রী বিতরণের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে আসছে দৈনিক আজাদী। তারই ধারাবাহিকতায় আজও প্রকাশিত হল আমাদের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো ও প্রেস বিজ্ঞপ্তি থেকে পাওয়া ইফতার ও উপহার সামগ্রী বিতরণের সংবাদ।
ছাত্র-যুব ঐক্য পরিষদ : ছাত্র-যুব ঐক্য পরিষদ ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড যুবলীগ নৈতা ইঞ্জিনিয়ার তাহের খান এবং আবু সৈয়দ খানের ব্যবস্থাপনায় পাহাড়তলীর ভৈলুয়ারদীঘী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ও ইফতার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও কাউন্সিলর নরুল আমিন, যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য মাসুদ রৈজা, নূরুল আনোয়ার, সালেহ আহমেদ দিঘল, খৈাকন চন্দ্র তাঁতি, আলমগীর আলম, আমানত উল্লাহ ডিউক প্রমুখ।
হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদ : রাউজান প্রতিনিধি জানান, রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদ ও গাউসিয়া কমিটি কলমপতি শাখার উদ্যোগে স্থানীয়দের মাঝে ধারাবাহিকভাবে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নঈম উদ্দিন। মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান। বক্তব্য দেন দক্ষিণ হিংগলা ইউনিট শাখার সভাপতি সোলাইমান মেম্বার, উপদেষ্টা সাহেদ আলী কোম্পানি প্রমুখ।
গাউসিয়া কমিটি রাউজান ছত্রপাড়া ইউনিট : রাউজান প্রতিনিধি জানান, গাউসিয়া কমিটি রাউজান ছত্রপাড়া ইউনিট শাখার উদ্যোগে গতকাল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নাছির উদ্দীন। মোহাম্মদ রায়হানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখার সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন হোসাইন হায়দারী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ মোহাম্মদ ওসমান, সৈয়দ সরয়ারুল আলম, মাওলানা শওকত হোসাইন, নাঈম উদ্দীন খোকন, রাশেদুল আলম, মোহাম্মদ মোবারক, হোসাঈন নয়ন, সৈয়দ মঈনুউদ্দীন, মোহাম্মদ দেলোয়ার প্রমুখ।
হাফিজ কমিশনার বাড়ি : ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা মো. আশ্রাফ উদ্দীনের ব্যবস্থাপনায় গতকাল হাফিজ কমিশনার বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু। উপস্থিত ছিলেন সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমীন, এম. শওকত আলী, সৈয়দ খান, তাহের, মনছুর, তারেক, অন্তর, আরিফ, ইউছুফ, পারভেজ, দিদার প্রমুখ।
সুজানগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা : ফটিকছড়ির সুজানগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসায় গত বুধবার এতিমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা সুপার মৌলানা মোরশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বশর। উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম, মো. নুরুল ঈমান, জসিম উদ্দিন মেম্বার, নুরুল আলম মনা, ইউনিয়ন যুবলীগের সভাপতি করিম মঈনু, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল রাকিব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মোহাম্মদ নুরুল রাব্বি, মোহাম্মদ মুছা, মাহাবুব আলম, নুরুচ্ছাপা, আবদুল হালিম প্রমুখ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, করোনায় কর্মহীন ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। গতকাল সোনাইছড়ি ইউনিয়নের জোরামতল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারেক উদ্দিন সিকদার ও মাহবুবুল আলম মাহাবুব, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়ের হোসেন, ওমর ফারুক, সোহেল প্রমুখ।
কোলাগাঁও ইউনিয়ন : পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে হুইপ সামশুল হক চৌধুরী এমপির পক্ষে ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ নগর দৌলতীয়া স্কুল মাঠে এ সহায়তা বিতরণ করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এম এ রহিম। উদ্বোধক ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক এস এম বদিউল আলম তুষার, হাজী উসমান গনি, দিদারুল আলম, আবু তাহের, জাহাঙ্গীর আলম বেলাল, নাজিম উদ্দীন, শহিদুল আলম, মো. নজরুল, শেখ মনির, আব্দুল মাবুদ, শাহ জামির, মো. ইসমাইল প্রমুখ।
আইএসডিই : চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে কর্মহীন ২০০ পরিবারের মাঝে ইফতার, খাদ্য ও জীবাণুনাশক সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই। দাতা সংস্থা ফাহিম খাজা ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের সহায়তায় জরুরি ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, আলু ৫ কেজি, সয়াবিন তেল ২ কেজি, পেয়াঁজ ২ কেজি, লবণ ১ কেজি, মরিচ গুঁড়া ৫০০ গ্রাম, হলুদ গুঁড়া ২০০ গ্রাম, ঘি ২৫০ গ্রাম ও ২টি করে সাবান ও মাস্ক। বিতরণ কর্মসূচিতে বিএমচর ইউপি এস এম জাহাঙ্গীর আলম, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মো. জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।
বাগীশিক : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লাস্থ কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম সভাপতি শিবু প্রসাদ দত্ত। প্রধান অতিথি ছিলেন দিলীপ দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের অর্থ সচিব আশুতোষ সরকার, শম্ভু দাশ, প্রিতম চৌধুরী, প্রকৌশলী সুমন সেন, সজীব দত্ত সৌরভ, রাশু কান্তি বিশ্বাস, যীশু সেন, মোহন চৌধুরী, বৃষ্টি বৈদ্য প্রমুখ।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে অসহায় ১৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় সংস্থার উপজেলা শাখা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউএনও সাইদুজ্জামান চৌধুরী ও অসাল্ট ট্রাস্টের চেয়ারম্যান হিউবার্ড অজয় মিত্র। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ব্যবস্থাপক ছোটন দে, রিটা দে, সরোজ দে ও মুক্তা বাড়ৈ প্রমুখ।
আন নূর ফাউন্ডেশন : শতাধিক পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আন নূর ফাউন্ডেশন। গত বুধবার সকাল থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদের নেতৃত্বে রমজানের উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল করিম, আকবর হোসেন সোহেল, আহমেদ সাইমন, জাবেদ হোসেন সাকিব, রিদুওয়ান আলম, মুহাম্মদ ফাহিম, শহিদুল্লাহ কাউসার, মুহাম্মদ তানভীর, শফিউল কাদের, ঈসমাইল জাওয়াদ প্রমুখ।
এম কে রহমান ফাউন্ডেশন : এম কে রহমান ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডে অসহায় মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণের ধারাবাহিক কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার লালখান বাজার ওয়ার্ডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত নারী কাউন্সিলর আঞ্জুমান আরা, কমার্স কলেজের সাবেক এজিএস অহিল সিরাজ, ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম তুষার, যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়া, সুমন রেজা, মো. সুজন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা প্রমুখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা চত্বরে দুস্থ ও দরিদ্র শিল্পীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক অ্যাড. কামরুন নাহার বেগমের নির্দেশনায় এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়া, অধ্যাপক মো. মমতাজ উদ্দিন চৌধুরী, এস এম আবুল ফজল, নেজামুল করিম, মো. মিজানুর রহমান বাবু, সরবালা দে, মো. ইব্রাহিম, রাজিব বশাক হারু, মিলন দাশ প্রমুখ।
সম্মিলিত নাগরিক ফোরাম : ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দীন খানের উদ্যোগে ও সম্মিলিত নাগরিক ফোরামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার নগরীর ওয়াজেদিয়াস্থ কাউন্সিলরের বাসভবন প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, পাঁচলাইশ যুব সংঘের সাবেক সভাপতি অধ্যাপক সিরাজুল আলম, খোরশেদ আলম চৌধুরী, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সর্দার, মহানগর যুবলীগের সদস্য আব্দুর রহিম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক এসএম রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, আবুল কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল, সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব আলী রুবেল প্রমুখ।
চকবাজার ওয়ার্ড মহিলা আ. লীগ : ১৬নং চকবাজার ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ও মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের পক্ষে থেকে গত বুধবার কাপাসগোলাস্থ রহমান ভবনে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মদ সেলিম রহমান, মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, চকবাজার ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাত সেলিম রিকতা, খতিজা বেগম, শেলী বড়ুয়া, শিল্পী বড়ুয়া, শিরিন আক্তার পপি, জান্নাতুল ফেরদাউস, রেহানা আক্তার, রৌশনারা বেগম, রাণী আক্তার প্রমুখ।
লোহাগাড়া : বৃহস্পতিবার দুপুরে লোহাগাড়া উপজেলা কমপ্লেক্স সংলগ্ন মডেল মসজিদ মাঠে সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আল মুহাম্মদ হোছামুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, নুরুল আলম জিকু প্রমুখ।
চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোহাম্মদ জোনাইদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার, চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিফারুল আজম বাদুর, মাস্টার আবদুল আজিজ, মিছবাউল ইসলাম চৌধুরী, সরল ইউপি সদস্য রশিদ আহমদ প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি : নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উপডের চাক পাড়ায় কর্মহীন উপজাতী ও ১২টায় চাকঢালা গয়াল কার্টায় এতিমখানার শিশুদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আবু জাফর মো. সেলিম, স্বাস্থ্য পরিদর্শক পল্লব বড়ুয়া, একাউন্টিং অফিসার মো. আবুল কালাম।
মৎস্যজীবী লীগ : সংগঠনের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকারের উদ্যোগে গতকাল পবিত্র মাহে রমজানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ গাফ্‌ফার কুতুবী, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাঈদ খান, যুগ্ম আহ্বায়ক এ কে এম ফজলুল হক, সদস্য কাউসারুজ্জামান, মো. ইসমাইল, সেলিম উল্ল্যাহ, নগর মৎস্যজীবী লীগের সদস্য শামসুল আলম, মো. আবুল বশর, সেলিম উদ্দিন, জয়নাল আবেদীন, সাইফুদ্দিন রাসেল, মো. জসিম উদ্দিন এবং মো. হাবিবসহ প্রমুখ।
ইপিজেড থানা ছাত্রলীগ : ইপিজেড থানা ছাত্রলীগের পক্ষে ইকবাল হোসেন নয়নের নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলো, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা আব্দুল মোহাইমেন নাবিল, সৈকত রানা শামীম, ওয়ায়েস আল মাহবুব, ফাহিম ইসলাম, হাসান ফরিদি প্রমুখ।
হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদ : রাউজান প্রতিনিধি জানান, রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদ ও গাউসিয়া কমিটি কলমপতি শাখার উদ্যোগে স্থানীয়দের মাঝে ধারাবাহিকভাবে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নঈম উদ্দিন। মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান। বক্তব্য দেন দক্ষিণ হিংগলা ইউনিট শাখার সভাপতি সোলাইমান মেম্বার, উপদেষ্টা সাহেদ আলী কোম্পানি প্রমুখ।
গাউসিয়া কমিটি রাউজান ছত্রপাড়া ইউনিট : রাউজান প্রতিনিধি জানান, গাউসিয়া কমিটি রাউজান ছত্রপাড়া ইউনিট শাখার উদ্যোগে গতকাল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নাছির উদ্দীন। মোহাম্মদ রায়হানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখার সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন হোসাইন হায়দারী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ মোহাম্মদ ওসমান, সৈয়দ সরয়ারুল আলম, মাওলানা শওকত হোসাইন, নাঈম উদ্দীন খোকন, রাশেদুল আলম, মোহাম্মদ মোবারক, হোসাঈন নয়ন, সৈয়দ মঈনুউদ্দীন, মোহাম্মদ দেলোয়ার প্রমুখ।
হাফিজ কমিশনার বাড়ি : ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা মো. আশ্রাফ উদ্দীনের ব্যবস্থাপনায় গতকাল হাফিজ কমিশনার বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু। উপস্থিত ছিলেন সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমীন, এম. শওকত আলী, সৈয়দ খান, তাহের, মনছুর, তারেক, অন্তর, আরিফ, ইউছুফ, পারভেজ, দিদার প্রমুখ।
সুজানগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা : ফটিকছড়ির সুজানগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসায় গত বুধবার এতিমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা সুপার মৌলানা মোরশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বশর। উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম, মো. নুরুল ঈমান, জসিম উদ্দিন মেম্বার, নুরুল আলম মনা, ইউনিয়ন যুবলীগের সভাপতি করিম মঈনু, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল রাকিব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মোহাম্মদ নুরুল রাব্বি, মোহাম্মদ মুছা, মাহাবুব আলম, নুরুচ্ছাপা, আবদুল হালিম, মৌলানা আবুল কালাম আজাদ, মো. তাজউদ্দীন, মৌলনা আলাউদ্দন, শওকতুল আলম লিটন, খোরশেদুল আলম, জাকারিয়া সায়েম প্রমুখ।
আ. লীগ নেতা আলাউদ্দিন : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, করোনায় কর্মহীন ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। গতকাল সোনাইছড়ি ইউনিয়নের জোরামতল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারেক উদ্দিন সিকদার ও মাহবুবুল আলম মাহাবুব, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়ের হোসেন, ওমর ফারুক, সোহেল প্রমুখ।
কোলাগাঁও ইউনিয়ন : পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে হুইপ সামশুল হক চৌধুরী এমপির পক্ষে ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ নগর দৌলতীয়া স্কুল মাঠে এ সহায়তা বিতরণ করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এম এ রহিম। উদ্বোধক ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক এস এম বদিউল আলম তুষার, হাজী উসমান গনি, দিদারুল আলম, আবু তাহের, জাহাঙ্গীর আলম বেলাল, নাজিম উদ্দীন, শহিদুল আলম, মো. নজরুল, শেখ মনির, আব্দুল মাবুদ, শাহ জামির, মো. ইসমাইল প্রমুখ।
আইএসডিই : চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে কর্মহীন ২০০ পরিবারের মাঝে ইফতার, খাদ্য ও জীবাণুনাশক সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই। দাতা সংস্থা ফাহিম খাজা ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের সহায়তায় জরুরি ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, আলু ৫ কেজি, সয়াবিন তেল ২ কেজি, পেয়াঁজ ২ কেজি, লবণ ১ কেজি, মরিচ গুঁড়া ৫০০ গ্রাম, হলুদ গুঁড়া ২০০ গ্রাম, ঘি ২৫০ গ্রাম ও ২টি করে সাবান ও মাস্ক। বিতরণ কর্মসূচিতে বিএমচর ইউপি এস এম জাহাঙ্গীর আলম, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মো. জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।
বাগীশিক : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লাস্থ কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম সভাপতি শিবু প্রসাদ দত্ত। প্রধান অতিথি ছিলেন দিলীপ দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের অর্থ সচিব আশুতোষ সরকার, শম্ভু দাশ, প্রিতম চৌধুরী, প্রকৌশলী সুমন সেন, সজীব দত্ত সৌরভ, রাশু কান্তি বিশ্বাস, যীশু সেন, মোহন চৌধুরী, বৃষ্টি বৈদ্য প্রমুখ।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে অসহায় ১৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় সংস্থার উপজেলা শাখা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউএনও সাইদুজ্জামান চৌধুরী ও অসাল্ট ট্রাস্টের চেয়ারম্যান হিউবার্ড অজয় মিত্র। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ব্যবস্থাপক ছোটন দে, রিটা দে, সরোজ দে ও মুক্তা বাড়ৈ প্রমুখ।
আন নূর ফাউন্ডেশন : শতাধিক পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আন নূর ফাউন্ডেশন। গত বুধবার সকাল থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদের নেতৃত্বে রমজানের উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল করিম, আকবর হোসেন সোহেল, আহমেদ সাইমন, জাবেদ হোসেন সাকিব, রিদুওয়ান আলম, মুহাম্মদ ফাহিম, শহিদুল্লাহ কাউসার, মুহাম্মদ তানভীর, শফিউল কাদের, ঈসমাইল জাওয়াদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ
পরবর্তী নিবন্ধবিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময়ে হুইপ সামশুল হক চৌধুরী