৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ভাসমান অসহায়, রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহেরীর খাবার বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম। বুধবার গভীর রাতে তিনি রান্না করা সেহেরীর খাবারের প্যাকেট নিয়ে নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের রাস্তায় নেমে পড়েন এবং ওয়ার্ডের ভাসমান অসহায়, রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে রান্না করা সেহেরীর খাবার নিজ হাতে বিতরণ করেন। খাবার বিতরণকালে পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামশুল আলমসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁনমিয়া সওদাগর ফাউন্ডেশন : হাজী ছলিমা বেগম ও চাঁনমিয়া সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর আলফালাহ গলি সহ আশপাশের এলাকাগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ করেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রাম জুনিয়র চেম্বার অব কমার্সের সাবেক সদস্য মোহাম্মদ মহসীন। এসময় আরও বক্তব্য রাখেন, মোজাহিদুল ইসলাম, মো. ইউছুপ, আমেনা বেগম, ছেমনারা বেগম, আঁখি আলম, নুর জাহান বেগম, নাছিমা বেগম, আনজু বেগম, শাপলা আক্তার, মোমেনা খানম, ঝুমুর বেগম, আয়শা আক্তার, মো. হোসেন, মো. শাকিল, মো. সাইফুল প্রমুখ।
বন্দর ছাত্রলীগ : নগরীর বন্দর থানাধীন বন্দর নতুন মার্কেট সংলগ্ন পোর্ট কানেকন্টিং রোডে গতকাল আয়োজক কমিটির প্রধান ব্যবস্থাপক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য আবু নাছের জুয়েলের নেতৃত্বে রান্না করা ইফতার ও করোনা সচেতনতায় মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগে নেতা আবু নাছের জুয়েল বলেন, করোনা কালীন পুরো সময়টা আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, মানবতার কল্যাণে মানবিক কাজ করে যাচ্ছি। সামাজিক সংগঠন ইয়াং বয়েজের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, মো. সোহেল, আনিসুর রহমান শরিফ, আব্দুস সালাম, মাসুদ শরীফ, মো. মুন্না, মো. হারুন, মো. মোবারক, মো. বাহার, ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, মেহেদী হাসান, ইমাম হোসেন প্রান্ত, আল আমিন রায়হান, রাজা শাহ, মিনহাজ, বাবলু, আরিফ, হৃদয়, ইমন, মনির, আউয়াল খান, রাহাত, হৃদয়, নাসিমুর রাফি, আরমান, জুয়েল প্রমুখ।
কমার্স কলেজ ছাত্রলীগ : কোরআন একাডেমিতে হেফ্জ শিক্ষার্থীদের মাঝে সেহরি বিতরণ করেছে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী, সহ-সভাপতি নাহিদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মিরাদুল আলম, আসিদ মাহমুদ, মাহমুদুল ইসলাম সাব্বির, নাজমুল আলম আশিক, কলেজ ছাত্রলীগ নেতা তোহিদুল হক মিঠু, ফাহিম আশরাফ, সাইফুল, সায়েম চৌধুরী, মোমিন প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবকলীগ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের জনসাধারণের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদের উদ্যোগে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আবু ছৈয়দ, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ জানে আলম, আফজল খান মিন্টু, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ জিশান প্রমুখ।
পার্বত্য জেলা পরিষদ : বান্দরবান প্রতিনিধি জানান, পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১৪ হাজার ৭শ পরিবার’কে ত্রাণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার রেইছা থলীপাড়া স্কুল মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেখ ফজলুল হক মণি যুব স্কোয়াড : শেখ ফজলুল হক মণি যুব স্কোয়ার্ডের উদ্যোগে গতকাল নগরীর হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ মাঝার প্রাঙ্গণে অসহায় দু্স্থ ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। মহানগর যুবলীগের সদস্য যুবসংগঠক সনত বড়ুয়ার ব্যস্থাপনায় বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগরের সদস্য নূরুল আনোয়ার, খোকন চন্দ্র তাঁতি, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী স্বামীম, আবু নাসের চৌধুরী আজাদ, আরিফুল ইসলাম মাসুম, এডভোকেট সৈয়দ রবি, সাইফুল করীম, সাজ্জাদ আলী, রুবেল, শহীদুল ইসলাম শহীদ, সাহেদ, পূজন লোধ, সুমন, ওয়াহিম, আবিদ, কবির, নুরুল ইসলাম, রুবেল, কায়ছার আহমেদ রাজু, ইমরান আহমেদ শাওন, অভিষেক নাথ, প্রান্ত, দূর্জয়, তামিম, আতিক, শুভ, তমাল, ইভান, সিফাত প্রমুখ।
জে কে ফাউন্ডেশন : জে.কে ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় চকবাজার থানা ছাত্রলীগ নেতা পিয়াস আইচ উদ্যোগে শতাধিক অসহায় ছিন্নমূল ও দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পিয়াস আইচ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হৃদয় চক্রবর্তী, রাহাত কাজী, হামীম তোহা, হৃদয়, ওমর ফারুক সকাল, রাকিব মুস্তাকিম, সৌরভ পাল, হামিম আল আবির, আব্দুল কাইয়ুম, আমমার ইবনে হোসাইন প্রমুখ।
হাজী মোশারফ আলী ফাউন্ডেশন : হাজী মোশারফ আলী সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল আমীন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশীদ লোকমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আমিনুল হক রন্জু, মোজহেরুল ইসলাম চৌধুরী, আখতার হোসেন, সৈয়দ খোরশেদ আলম, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জসিম উদ্দিন, এসএম কফিল উদ্দীন, মঈন উদ্দীন, সাবেক ছাত্রনেতা মাসুদ করিম টিটু, তারেক সুলতান, ওয়াহিদুল আলম শিমুল, লিটন রায়, জয়নাল আবেদীন, আনিসুর রহমান, আবদুল্লাহ আল মামুন, আইয়ুব চৌধুরী, হায়াত উল্লাহ খান, মোশাররফ হোসেন লিটন, এসএম মামুন, বোরহানুল হক ইমন, তারেকুল ইসলাম প্রমুখ।
গাউছে মাইজভাণ্ডারী মির্জাপুর দায়রা : হাটহাজারী প্রতিনিধি জানান, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মির্জাপুর দায়রা’র উদ্যোগে অসহায় মানুষদের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি গত বুধবার মাওলানা ওসমান গনি সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সচিব নাজমুল হাসান শিমুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সহকারী সচিব লালন ওসমান। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল কবির মাসুদ, মাস্টার নিজাম মোর্শেদ, সেলিম উদ্দিন, আলী, মহিম উদ্দীন, সাইফুদ্দিন, পারভেজ, ইউচুপ মিয়াঁজী, আনোয়ার ও শাখাওয়াত কায়সার।
চান্দগাঁও : নগরীর চান্দগাঁও এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন মহানগর যুবলীগের সংগঠক মোহাম্মদ সাজ্জাদ আলী। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হুদা, এহতেশামুল হক চৌধুরী, ইসফাকুল ওয়াজেদ, রিদুয়ান প্রমুখ।
ইসলামী ফ্রন্ট : আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার সংলগ্ন তৈয়্যবিয়া তাহেরিয়া খানেকা শরীফ মিলনায়তনে ইউনিয়ন ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। উদ্বোধক ছিলেন জেলার আইন সম্পাদক অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন আবু ছালাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ নুর বাবুর্চি, মাওলানা আমিনুল হক, জিয়াউল হক রুভেল, ছালেহ জহুর, শাহাব উদ্দীন, কায়ছার, মাহাবুব আলম, মামুনুর রশিদ, হুমায়ুন কবির ছোটন, মুরাদুল ইসলাম, মোহাম্মদ এহসান, মোহাম্মদ সাগর, মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
বশর মার্কেট ব্যবসায়ী সমিতি : নগরীর মুরাদপুরস্থ বশর মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রোজাদার ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বশর মার্কেট মিলনায়তনে এ ত্রাণ বিতরণ করা হয়। চাল, চিনি, সেমাই, চিড়া, পেয়াঁজ, নুডলস, তৈল সহ ১০ রকমের এ খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বশর মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ শামশুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইসলাম টিটু, মুহাম্মদ নুরুদ্দীন, নূরুল মোস্তফা, সাইফুল ইসলাম, অঞ্জন কুমার নাথ, কাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ জনি প্রমুখ।
মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যোগে হেলাল আকবর চৌধুরী বাবরের তত্ত্ববধানে এবং মনছুর আলম (পাপ্পী)’র পরিচালনায় ৫ হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। বুধবার নগরীর ৫নং মোহরা ওয়ার্ডের কালুরঘাট রেল সেতুর পশ্চিম পাড়ে কালুরঘাট পুলিশ ফাঁড়ির সামনে সেহেরি বিতরণের ১৫তম দিনে এ ইফতারি বিতরণ করেন। ইফতারি বিতরণে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মনছুর আলম (পাপ্পী) বলেন, আমরা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যোগে বাবরের নেতৃত্বে পুরো রমজানব্যাপি অসহায় মানুষের পাশে থাকবো এবং ইফতারি ও সেহেরি বিতরণ করে যাব। ইফতারি ও সেহেরি বিতরণে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব সাংবাদিক কামাল উদ্দিন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম (রাজা), মাওয়া গ্রুপের স্বত্বাধিকারী মোহাম্মদ আলম (ববি), জাহাঙ্গীর আলম পারভেজ, পিং চেন, দিদারুল আলম, এম এ জব্বার আলম, সেকান্দর আলম বাবর, শাহজাদা মিজান, আবুল মনসুর, তানিম, আবসার খান, জনি, টিপু, মুন্না, আনোয়ার পলাশ, সেকান্দর নাঈম, মামুন, ছারোয়ার, দুলন বড়ুয়া, রিদোয়ান, ইমরান, শওকত, আমির খসরু, খোকন, মনজু জসিম প্রমুখ।
দারুল মুস্তফা মডেল মাদ্রাসা : উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারে ‘ভালোবাসার পোটলা’ পৌঁছে দেন চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নঈমুল ইসলাম পুতুল। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।
মসিউর রহমান চৌধুরী : মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরীর সহায়তায় পোর্ট সিটি সিনিয়র ক্লাবের হল রুমে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, মোর্শেদ আলম চৌধুরী।
নাগরিক কমিটি চান্দগাঁও : পবিত্র মাহে রমজান ও চলমান লকডাউনে চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চুর ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন স্থানে পাঁচশত রোজাদার ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। চান্দগাঁও হাজেরা তজু কলেজ, গেট ও সিএন্ডবি মোড়ে সহ আশপাশের এলাকায় আরশেদুল আলম বাচ্চু রান্না করা ইফতারি খাবার বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন, শওগত আলম, আশেকুন নবী, এম হাসান আলী, সাইদুর রহমান শাকিল, সৈয়দ আনিসুর রহমান, সরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন প্রমুখ।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ও ভাবুন’- শ্লোগান নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের লক্ষ্যে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এতিমখানার শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সীতাকুণ্ড শাখা সভাপতি সুরেশ চন্দ্র দাস প্রমুখ।