সদরঘাট থানা যুবদল : মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শেখ হাসিনা চলে গেলেও বিপদ এখনো শেষ হয়ে যায়নি। আবারও গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। নতুন করে বিপদ আসার আশঙ্কা আছে। বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়। এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে যেতে হবে।
তিনি গতকাল সোমবার দক্ষিণ মাদারবাড়ী স্কুল মাঠে সদরঘাট থানা যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। নুর খানের সভাপতিত্বে ও মোহাম্মদ রাশেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন আনজুমান আরা মান্না, ইলিয়াছ রাশেদ, সালাউদ্দিন জুয়েল, মুরাদ হোসেন, রাজীবুল হাসান রানা, নুর জাহেদ বাবলু, ইয়াসির আরাফাত, আনোয়ারুল আবেদীন মুন্না, ইউনুস মিয়া জুয়েল, ইকবাল ফরিদ, আব্দুল মান্নান, মো. রাজীব, সাইদুর রহমান, নাইম উদ্দিন, জিয়াউদ্দিন, সুমন খাঁন, জিলানী, মুরাদ, মো. জনি, মুহিদুল ইসলাম তুহিন, রাব্বি, ইকান মোহাম্মদ, সাজ্জাদ হোসেন সাব্বির, সিরাজুল ইসলাম, মো. রুবেল, মো. বাদল প্রমুখ।
সেনাবাহিনী ১০ আর ই ব্যাটালিয়ন : কাপ্তাইয়ে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক স্থানীয় দরিদ্র ও অসহায় নারী পুরুষ ও শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সোহেল পিএসসির সার্বিক তত্ত্বাবধানে মগবান ইউনিয়নের স্থানীয় গোলাছড়ি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর মুনতাসীম–এ–সোবহানী শিকদার।
পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি : পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০০দুস্থ পরিবারে কম্বল বিতরণ করা হয়। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দাকারে পক্ষে এসব কম্বল বিতরণ কর্মসূচি মগদাই পিকে সেন বাজারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা নাছির উদ্দিন। বিএনপি নেতা হাজী সামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবু সাইয়েদ,অ্যাডভোকেট মইন উদ্দিন, সজারুল ইসলাম, মফিজ উদ্দিন, রেজাউল করিম, দিদারুল ইসলাম প্রমুখ।
ইজেআরবি: ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিচার্স অব বাংলাদেশের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট হাপানিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার নারায়ণহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে প্রায় অর্ধশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র প্রদানপূর্বে উদ্বোধনী আয়োজনে সংগঠনের প্রোগ্রাম কো–অর্ডিনেটর নোমান বিন খুরশীদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, ইজেআরবির কো–অর্ডিনেটর নাবিল হাসান, এ এস এম রেজোয়ান, আবু মুহায়মিন চৌধুরী প্রমুখ।
বৈলতলী ইউনিয়ন বিএনপি: চন্দনাইশ প্রতিনিধি জানান, ।চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ গত শুক্রবার অনুষ্ঠিত হয়। বৈলতলী ইউনিয়ন পরিষদ মাঠে আহবায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অ্যাড. রফিক আহমদ। বিশেষ বক্তা ছিলেন অ্যাড. আমিনুল হক চৌধুরী। মো. সেলিম উদ্দিন ও আবুল কালামের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মোরশেদুল আলম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী,ওবাইদুর রহমান বাহাদুর, মাহবুবুর রহমান, অ্যাড. অঞ্জন প্রসাদ, মোরশেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, ইউনুস রানা, আব্দুস ছবুর, প্রফেসর আবুল আব্বাস, আব্দুল কাদের সিকদার, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মো. মাহাবুল আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী পলাতক শেখ হাসিনা বিগত ১৫ বছর রাষ্ট্র কাঠামোকে যেভাবে ধংস করেছে, দলীয়করণ ও লুটপাট করে দেশের সবকিছু শেষ করে দিয়েছে, তা পুর্নগঠনের জন্য ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম।
নাগরিক কমিটি : পটিয়া প্রতিনিধি জানান,পটিয়ার হরিণখাইনে শীতবস্ত্র পেল ১০০০ হাজার হত দরিদ্র অসহায় মানুষ।
মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক কমিটির উদ্যোগে গত সোমবার শাহ মুছা কিস্তি মাজার প্রাঙ্গনে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। হরিণখাইন নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আকবর মেম্বারের সভাপতিত্বে ও নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মাস্টারের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আজিজুল হক সওদাগর। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ–সভাপতি রবিউল হোসেন বাদশা। বিশেষ বক্তা ছিলেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নুর আহমদ। অতিথি ছিলেন জসিম উদ্দীন, জয়নাল আবেদীন কোম্পানি, আহমদ হোসেন, নুরুল ইসলাম, বেলাল উদ্দিন, শামসুল আলম সাওদাগর, জানে আলম কোম্পানি, শফিকুল ইসলাম শফি, মো. জামাল, আব্দুর রাজ্জাক প্রমুখ। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সতেজের শীতবস্ত্র বিতরণ : বেসরকারি উন্নয়ন সংগঠন সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল সোমবার নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় দুইশ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম। তিনি মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মাহবুব–ই–করিম মুকুল, ভাইস চেয়ারম্যান শামীম হায়াত ও সাধারণ সম্পাদক রিয়াজ ইউসুফ পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।