বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

আজাদী ডেস্ক | সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতারি বিতরণকালে বক্তারা বলেছেন, রমজান মাসে বেশি বেশি দান সদকা করা উত্তম।

মুনিরীয়া যুব তবলীগ উত্তর রাউজান সমন্বয় পরিষদ : মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ উত্তর রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বাদে আছর হতে হাটহাজারী উপজেলা গেইট সংলগ্ন কনক কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ এরশাদুল হক ও মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন নুরী। এতে উপস্থিত ছিলেন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ মামুন পারভেজ, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। এতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ রাশেদ, নাতে মোস্তফা ও কছিদা শরীফ পড়েন শায়ের মুহাম্মদ আলী, শায়ের মুহাম্মদ সম্রাট রুবাযেত, শায়ের মুহাম্মদ কামাল উদ্দিন। ইফতার মাহফিল সঞ্চালনা করেন মুহাম্মদ আশরাফ হোসেন কনক, মুহাম্মদ সাকিব। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়।

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন : ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের সকল ওয়ার্ড, বাগানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এবং করেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার ২ হাজার দুস্থ মানুষের মাঝে ১ হাজার টাকা করে একদিনে নগদ ২০ লাখ টাকা ঈদ উপহার বিতরণ করেছেন তরুণ শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব। গত ১৫ এপ্রিল বালুটিলা শিক্ষা কমপ্লেঙ এলাকায় তিনি এই অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মিহির দে, ইউপি সদস্য ইউসুফ আলী, কামাল উদ্দিন, আলী আহমদ খান প্রমুখ।

সরফভাটা স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুজিবুল ইসলাম সরফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষারথী নুরুল হুদা মাস্টার, শামসুল ইসলাম, আবুল কালাম মেম্বার, শামসুল আলম, ফজল হক সিকদার, জালাল আহমেদ, ডা. আবুল ফজল, খাইরুজ্জামান তালুকদার, মো. হাসেম সওদাগর, মো. ফরিদ, কাশেম মেম্বার, সেলিম জাহাঙ্গির, জাহেদুল ইসলাম চৌধুরী, জামাল শরিফ চৌধুরী, নবাব মিয়া, আনোয়ারুল ইসলাম বাবুল, এনায়েতুর রহিম, মোহাম্মদ ইউনুচ, কেফায়েত আনোয়ার, মো. নাসিম, খোরশেদ আলম সুজন, মো. জমির হোসেন, কাজী শাহাদাৎ, কাজী আলমগীর মাস্টার, নাছির মাস্টার, আমজাদ মাস্টার, মো. সবুর, মঈন উদ্দিন মহির, মো. জামাল, মোহাম্মদ হাসান, মাহবুবুল আলম সিকদার, মো. ইছমাইল, নবীর হোসেন মাস্টার, মোরশেদ কামাল তালুকদার প্রমুখ।

পটিয়া বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যানারে দলের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের অনুসারীরা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে পৌরসদরের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান জেলা বিএনপির সাবেক নেতা জসিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী। দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনিরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল মোনাফ, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহেদুল হক, ইউনুচ মিয়া, ইদ্রিস পানু, লোকমান শাহা, আবদুল করিম, আজিজুল ইসলাম, আকতার, মনছফ আলী, সালাম ফারুকী, হাজী নজরুল ইসলাম, বশিরুল আলম, রিজু, নাছির উদ্দিন, আবদুল বারেক, দিদার, শরিফ, জমির, আনিস, খোকন শাহ্‌, শাহনুর মিয়া, আবু বক্কর রায়হান, রমজান, আজাদ, বক্কর, গাজী দিদার, হাসান, ছাত্রদল নেতা তারেক রহমান, নাইম উদ্দীন, জাহেদুল ইসলাম সুজন, মারুফ, জিয়া, শাহজাহান, কায়সার, নাজমুল, জুয়েল দে প্রমুখ।

বোয়ালখালী : বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোয়ালখালী হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজ মাঠে কলেজ গভর্নিং বডির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক এস এম কাজেমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর, শামীম আরা বেগম, বাদল চন্দ্র দাশ, চেয়ারম্যান আবদুর মান্নান মোনাফ, এস এম জসিম, মোহাম্মদ মোকারম প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজি ছগীর জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।

রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন : বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল গতকাল চট্টগ্রাম নগরের সিজিকেএস শপিং কমপ্লেঙ কাজির দেউড়ী রোডস্থ রোটারি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইফতারের আগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ মাহফিল ও কোরআন তেলোয়াত করেন এম আজিজুল হক। মোনাজাতে সকলের জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করেন হাফেজ মাওলানা তানভীর হাসান। বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও মহাসচিব সাইফ উল্যাহ মনসুরের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ইফতার কমিটির আহবায়ক ছিলেন সালাহউদ্দিন চৌধুরী, সদস্য সচিব মমিনুল হক চৌধুরী, সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সদস্য ও আমন্ত্রিত বিশিষ্টজনেরা।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতি : চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ, চাক্তাই ট্রেড অ্যান্ড ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি আহসান খালেদ পারভেজ, সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন, চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সোলায়মান বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক মো. এহসান উল্লাহ জাহেদীসহ প্রমুখ।

বঙ্গবন্ধু ল’টেম্পল শিক্ষার্থী : ব্যতিক্রমী আয়োজনে কর্ণফুলী নদীর তীরে ইফতার করেছে বঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রামের এলএলবি ২০২০২১ সেশনের শিক্ষার্থীরা।

গত শনিবার নগরীর সদরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে মনোমুগ্ধকর পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে একই সেশনের শিক্ষার্থী ও সাংবাদিক জিয়াউল হক ইমনের সভাপতিত্বে অতিথি ছিলেন কলাম লেখক ও সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। এ সময় বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন, এ এম দস্তগীর, সঞ্জয় দাস, করিমুন নেছা, মো. মহিউদ্দীন (রিমন), ফারজানা আফরোজ, মো. সাগর, জান্নাতুল মাওয়া, উত্তম দে, এমরান হোসেন আবিদ, মো. জুনায়েদ সায়েম মাশার্ল, রামপদ দাশ, তুতুল চক্রবর্তী, আব্বাস উদ্দিন মানিক, সাইফুল ইসলাম, সাকিবুল ইসলাম আসাদ, সরোয়ার আচার্য্য ফারুক হাসান আদর ও সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন প্রমুখ।

বারিক মিঞা উচ্চ বিদ্যালয় ১৯৯৪ এসএসসি ব্যাচ : ১৪ এপ্রিল বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ এসএসসি ব্যাচের উদ্যোগে পুনর্মিলনী উৎসবের প্রস্তুতি সভা ও ইফতার সম্মিলন চট্টগ্রাম বন্দরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ৯৪ ব্যাচের ইমরান হোসেনের কোরআন তেলাওয়াত ও মো. সাকিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউল হক তুহিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোর্শেদ আলী, প্রধান শিক্ষক মোঃ মাইনুর রশিদ ও প্রবীণ শিক্ষক সালেহ আহমদ। সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন পুনর্মিলনী উৎসব ২০২৩ এর জন্য মাসুদ তালুকদারকে আহ্‌বায়ক ও মো. সাকিরকে সদস্য সচিব মনোনীত করে পূর্ণাঙ্গ আহ্‌বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত এবং উৎসবের বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা গৃহীত হয়। সঞ্চালনায় ছিলেন বেতার ঘোষক ও বাচিক শিল্পী মাসুদ তালুকদার।

আল্লামা ফরহাদাবাদী একাডেমী : হাটহাজারীর ফরহাদাবাদ দরবার শরীফে আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া কেন্দ্রীয় পরিষদের সহযোগী সংগঠন আল্লামা ফরহাদাবাদী একাডেমীর ব্যবস্থাপনায় গতকাল পবিত্র রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সাজ্জাদানশিন শাহসূফী সৈয়দ মুহাম্মদ হাসান ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাফেজ মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় মাহফিলে মেহমান ছিলেন মওলানা মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী, হাফেজ খালেদ হোসাইন, একাডেমীর সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলম, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন, সৈয়দ কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন হাফেজ মওলানা বশির উদ্দিন, মওলানা শেখ আরিফুর রহমান, হাফেজ নাজের হোসাইন। আরো উপস্থিত ছিলেন মাস্টার সৈয়দ জাকারিয়া, সাফায়াতুল ইসলাম সাবাল, মিল্লাত হোসেন মেম্বার, মাষ্টার এনামুল হক মুহুরী, গোলামুর রহমান রাজু, মফিজ তালুকদার, হাফেজ জাহেদ, মওলানা এনামুল হক মুহুরী, হাফেজ লোকমান, সৈয়দ ওয়াছি, শেখ মুহাম্মদ হাসান উদ্দিন, মুহাম্মদ আরমান প্রমুখ। মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন মওলানা শেখ আরিফুর রহমান।

পূর্ব চরকানাই গাউসিয়া বায়তুননুর জামে মসজিদ : পূর্ব চরকানাই গাউসিয়া বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এবং মহল্লাবাসীর সহযোগিতায় পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে গত ১৪ এপ্রিল গাউসিয়া বায়তুননুর জামে মসজিদে পবিত্র তারাবী নামাজের মাধ্যমে খতমে কোরআন আদায় এবং ইফতার মাহফিল ও গরিব দুস্থদের মাঝে অর্থ সামগ্রী বিতরণ মসজিদ কমিটির সভাপতি এম সাইফুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং মুহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন পুর্ব পাঁচরিয়া আবদুল মান্নান শাহি জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ ইসহাক কাদেরী, বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া বায়তুননুর জামে মসজিদের খতীব মাওলানা মহিউদ্দীন কাদেরী, হাফেজ মুহাম্মদ শাহেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মাঈন উদ্দীন মাঈন। উপস্থিত ছিলেন আবদুল নবী,আবদুল হক, নুরুল হক, মুহাম্মদ শফি, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ ইউচুপ, সিরাজ, বদি আলম, ফজু সওদাগর, পেয়ারু সওদাগর, জালাল আহম্মদ, নাসির উদ্দীন, গোলাম সরওয়ার বাবুল, আবচার উদ্দীন চৌধুরী, ইদ্রিস মুন্সি, ফোরকান, করিম,সাজ্জাদ,রিফাত, শাহ নেওয়াজ, জসিম, সেলিম, তানবির হাসান, বাবলু, ইলিয়াছ, ইসহাক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১