বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত মেয়র

দক্ষিণ মধ্যম হালিশহরে খালের মাটি উত্তোলন কাজের উদ্বোধন

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়র্ডস্থ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা সংলগ্ন খালের মাটি উত্তোলন কাজের উদ্বোধন ও বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এছাড়াও ওমর শাহ পাড়া রোড, কলসী দিঘী পাড় হইতে ফুরন্নার মার ডোর রোড, গোল মোহাম্মদ রোডের উন্নয়ন সহ ঈশান মিস্ত্রি হাট রোডের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।গতকাল বৃহস্পতিবার স্থানীয় কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আশিকুর ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী সহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. হাসান মুরাদ, হাজী মো. হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন
পরবর্তী নিবন্ধস্বর্ণ চোরাচালান মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড