নগরীর রিয়াজউদ্দিন বাজারে ব্র্যান্ডরোল জালিয়াতি করে অবৈধভাবে তৈরি করা নকল সিগারেট বিক্রির দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬ হাজার ২৮৩ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব নকল সিগারেট বাজারজাত করা হলে ৭ লাখ ৭৪ হাজার ৬৯৬ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ইয়াসিন স্টোরের মো. হোসাইন (৫০), দিদার স্টোরের মো. আমজাদ হোসেন চৌধুরী (৪১), মক্কা স্টোরের বশির আহমেদ (৪২) ও জাহানারা স্টোরের মো. শহীদুল আলম (৩০)। এদের মধ্যে হোসাইনের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২ হাজার ৫২৬ প্যাকেট, আমজাদ হোসেনের কাছ থেকে ৬ হাজার ৪২৫ প্যাকেট, বশির আহমেদের কাছ থেকে ৩ হাজার ১৬ প্যাকেট ও শহীদুল আলমের কাছ থেকে ৪ হাজার ৩১৬ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপ–কমিশনার (উত্তর) নাহিদ আদনান তাইয়ান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরি করে প্যাকেটের গায়ে নকল রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে সেগুলো বাজারজাত করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে বিপ্লব, রবিউল, শুক্কুর ও ওয়াসিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহায়তায় তারা এসব সিগারেট রিয়াজউদ্দিন বাজারে মজুদ ও বিক্রয় করতো। সিগারেটের প্যাকেটের গায়ে লাগানো শুল্ক কর পরিশোধিত লেখা রাজস্ব স্ট্যাম্প জাল জেনেও তারা এসব সিগারেট কেনাবেচা করে আসছিলো।