লকডাউন অমান্য করায় নগরীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিধিনিধেদ উপক্ষো করে অযথা গাড়ি নিয়ে বের হওয়া, মাস্ক না পরা, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অধিকাংশ সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান পাহাড়তলী হালিশহর আকবরশাহ এলাকায় লকডাউন মেনে চলার জন্য জনসাধারণকে সচেতন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণকে সচেতন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান খুলশী, বায়েজিদ ও চান্দগাও এলাকায় ২১০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় ১২০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ৪৩০০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ২০০ টাকা জরিমানা এবং মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় ১০০ টাকা জরিমানা করেন।