বিভিন্ন বিহারে কঠিন চীবর দান

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

বাগোয়ান সুদর্শন বিহার ঃ রাউজানের বাগোয়ান সর্বজনীন সুদর্শন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। গত ১১ নভেম্বর কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকালে প্রয়াত ভিক্ষু সংঘ এবং উপাসক-উপাসিকাদের উদ্দেশ্য সংঘদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপসসী মহাথেরো। উদ্বোধক ছিলেন প্রিয়দর্শী মহাথেরো। উপস্থিত ছিলেন অধ্যক্ষ শ্রদ্ধশ্রী ভিক্ষু, মুদিতানন্দ থেরো, আলোচক ছিলেন মনোজ বড়ুয়া, প্রকৌশলী রূপক বড়ুয়া প্রমুখ। বিকেলে মূলপর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক বিপুলানন্দ মহাথেরো। প্রধান অতিথি ছিলেন-জীবনানন্দ মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন অধ্যক্ষ পঞ্‌ঞাবংশ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন শাসনপ্রিয় মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন-অধ্যক্ষ ধম্মানন্দ থেরো, দেবমিত্র থেরো, সদ্ধর্মদেশক ছিলেন আলোকাপঞঞা থেরো, কীর্তিপাল থেরো প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বসুবন্ধু বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন, সমীরণ বড়ুয়া, শিক্ষিকা রেভা বড়ুয়া, প্রকৌশলী প্রবেশ চন্দ্র বড়ুয়া, অধ্যাপিকা সুপ্রভা বড়ুয়া। অতিথি ছিলেন দিলু চৌধুরী ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন চম্পক বড়ুয়া ও অনুপম বড়ুয়া অলক।

চরবরমা সুগত বিহার ঃ চন্দনাইশ উপজেলার চরবরমা সুগত বিহারে কঠিনচীবর দান উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সংঘদান, ধর্মদেশনা ও আলোচনা সভা। উপ-সংঘরাজ অধ্যক্ষ ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক নেত্রসেন বড়ুয়া। উদ্বোধক ছিলেন বিহার অধ্যক্ষ ধর্মানন্দ থের। প্রধান জ্ঞাতি ছিলেন প্রজ্ঞানন্দ থের। বিশেষ জ্ঞাতি ছিলেন অধ্যক্ষ শীলরক্ষিত মহাথের ও অধ্যক্ষ অতুলানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ বোধিমিত্র মহাথের। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউপি সদস্য মো. শাহ আলম, এস এম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক অশোক কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন সজল বড়ুয়া ও বিধান বড়ুয়া। প্রথম পর্বে সভাপতিত্ব করেন প্রজ্ঞানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে ধর্ষণচেষ্টা যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইফার ইমাম প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ