আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, গৃহ নির্মাণসহ একাধিক খাতে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার ফিরিঙ্গিবাজারস্থ ইয়াকুব আলী দোভাষ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইকরামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর মাঈনুল হাসান চৌধুরী। বক্তব্য রাখেন সেক্রেটারী দেলোয়ার হোসেন, অ্যাড.আবুল কাশেম চৌধুরী, আজীবন সদস্য কামরুদ্দিন ছিদ্দিক, সিওয়্যার বন্ডেড হাউসের চেয়ারম্যান হাজী লতিফ মোহাম্মদ, সৈয়দ বদরুল হক চিশতি, নেভি অফিসার মো. শাহজাহান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এসময় দরিদ্র শিক্ষার্থীদেরকে বই, ক্যান্সার রোগীকে অনুদান, ঋণগ্রস্তদের অনুদান, গৃহনির্মাণের জন্য অনুদান, ইউসেপ হামজারবাগ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার এবং একজন দরিদ্র সাপ্লাইয়ারকে একটি বাইসাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ফখরুল ইসলাম, আইটি সহকারী জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক ইয়ামিন, তাজবিদ, আবির, তাহামিম, মাহফুজ, নিয়াজুল, রিদুয়ান, সানজিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।