বিভিন্ন ক্লাবের ফুটবল অনুশীলন শুরু

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

আগ্রাবাদ নওজোয়ান ক্লাব
প্রথম বিভাগ ফুটবল লিগ উপলক্ষে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের অনুশীলন সম্প্রতি চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে শুরু হয়েছে। ক্লাবের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রধান অতিথি হিসেবে অনুশীলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, অন্যতম কর্মকর্তা ইবাদুল হক লুলু, এনামুল হক, নওজোয়ান গ্রিনের সাধারণ সম্পাদক মো. ফরিদ বাবু, ফুটবল কমিটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক চৌধুরী মাসুদ, সম্পাদক নাজিম উদ্দীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাযাহারুল নোমান খান, প্রধান সমন্বয়কারী মীর হোসেন, ম্যানেজার জহিরউদ্দিন, প্রশিক্ষক তৌহিদুল ইসলাম সিদ্দিকী, গোলকিপার প্রশিক্ষক আনিসুর রহমান মিরাজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিরিঙ্গী বাজার লাকী ষ্টার ক্লাব
ফিরিঙ্গী বাজার লাকী ষ্টার ক্লাবের ফুটবল দলের অনুশীলন উদ্বোধন করেছেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। তিনি নিবিড় প্রশিক্ষনের মাধ্যমে ফিরিঙ্গী বাজার লাকী ষ্টার ক্লাবের খেলোয়াড়দেরকে সফলতা অর্জনের পরামর্শ দেন। খেলার ফলাফল যা হোক তা মেনে নিয়ে সর্বদা খেলোয়াড় সূলভ আচরণ করার নির্দেশ দেন।
গতকাল বিকেলে এম.এ আজিজ স্টেডিয়ামে ক্লাবের সভাপতি ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, সিজেকেএস কাউন্সিলর ডা. তিমির বরন চৌধুরী, মো. আকতারুজ্জামান, লুৎফুল করিম সোহেল, ক্লাবের কর্মকর্তা খোরশেদ আলম রহমান, সাইফুউদ্দীন আহমেদ, তাজু উদ্দীন রিজভী, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, তারাপদ দাশ, আবদুল মতিন, সামিউল হাসান রুমন, অসিউর রহমান, মহসিন আলী বাদশা, প্রশিক্ষক শাহজাহান সাজু, মোশাররফ হোসেন লিটন, ফুটবল চেয়ারম্যান মো. সুলতান মাহমুদ নীবিড়, সম্পাদক এম.এ রহিম, ম্যানেজার আসিফুল হক সিফাত, মো. ফরহাদ, ক্রীড়া সংগঠক মো. ফাহিম প্রমুখ।
রাইজিং ষ্টার ক্লাব
রাইজিং ষ্টার ক্লাবের ফুটবল দলের অনুশীলন ও আবাসিক ক্যাম্প উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, হাসান মুরাদ বিপ্লব, ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ও স্ট্যান্ডার ব্যাংকের পরিচালক জাহেদুল হক, ক্লাবের সভাপতি বিজয় কুমার চৌধুরী (কিষান), কোষাধ্যক্ষ সাধন চন্দ্র দুবে, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মুন্না, গভর্নিং বডির সদস্য রাজিব কুমার সেন, জাহেদুল হক, ক্লাবের ফুটবল সম্পাদক আয়াজ মোহাম্মদ রকি, যুগ্ম সম্পাদক মো. জাহেদ, ফুটবল দলের কোচ হায়দার কবির প্রিন্স, সহকারী কোচ মো. ইকবালসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধআবুরখীল খেলোয়াড় সমিতির কমিটি গঠিত