বিভিন্ন উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালী : বোয়ালখালী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী২০২৫ অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগিতায় বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে র‌্যালি এবং প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন স্টলে দেশিবিদেশি গবাদিপশু, পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁসমুরগি, কবুতর, ছাগল, ডিম, কুকুর, বিড়াল, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়। বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। বোয়ালখালী মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খাইরুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, বোয়ালখালী মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, বোয়াখালী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুন, বোয়ালখালী মৎস্য অফিসার নাঈম হাসান, বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মিজানুর রহমান, সমাজসেবক আনোয়ার হোসেন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী দিদার প্রমুখ।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা রাশেদ সরকার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার। সঞ্চালনা করেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ। প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু, ছাগল, হাঁসমুরগি বিভিন্ন জাতের পাখি, দেশীয় পিঠাপুলি, দুগ্ধ জাতীয় খাবার, পশুর ঔষধ, পশু খাদ্য এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দরা ঘুরে ঘুরে প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন এবং শেষে তাদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এই উপলক্ষে র‌্যালি বের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফাতেমা মুনাফ সুন্নী মাদ্রাসা পরিদর্শনে বোর্ড চেয়ারম্যান জুবায়ের রেজভী
পরবর্তী নিবন্ধবাকলিয়া ছাত্রদল নেতা সাজ্জাদের প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতার করুন