জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে পটিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীতে দর্শনার্থীদের আকর্ষণ করেছে বিদেশী ব্রাহামা জাতের গরু। চট্টগ্রামের হারিয়ে যাওয়া রেড চিটাগাং ক্যাটেল ও মধ্যপ্রাচ্যের দুম্বাসহ বিভিন্ন জাতের প্রাণী। এসব প্রাণী দেখতে দিনভর পটিয়ায় নারী পুরুষ শিশু বৃদ্ধাসহ স্কুল কলেজ শিক্ষার্থীদের ভিড় করতে দেখা যায়। প্রদর্শনীতে ৩২টি স্টল অংশ নেয়।
এসব স্টলে চট্টগ্রামের বিলুপ্তপ্রায় রেড চিটাগাং ক্যাটেল, ব্রাহামা জাতের গরু, মধ্যপ্রচ্যের শাহীওয়াল গরু, শংকর জাতের গাভী মহিষ, হরিয়ানা ছাগল, ব্রাহমা মুরগী, ফার্সিয়ান বিড়াল, শের্ফাড কুকুরসহ বিভিন্ন প্রাণী। এছাড়াও স্টলে বিভিন্ন মেডিসিন কোম্পানি, উন্নতমানের ঘাস প্রদশর্নী ও প্রাণিজাত পণ্য স্থান পায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন প্রাণিজাত পণ্য উৎপাদনে মমতা ডেইরী ফার্ম, ডেইরী ফার্ম ক্যাটাগরিতে সুনিল ঘোষ, অনুষ্ঠানে প্রাণী রিষ্টপুষ্ট ক্যাটাগরিতে শানে মদিনা, উন্নত মানের দেশী হাস–মুরগি উৎপাদনে পুরস্কার লাভ করেন আদমসন এগ্রো, ভেড়া দুম্বা ও ভেড়া লালন পালনে পুরস্কার লাভ করেন হক্কানী এগ্রো ফার্ম।
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি স্লোগানে বুধবার সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয় সম্মুখে আয়োজিত প্রদর্র্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল মান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা খাদ্য অফিসার মো. জামাল হোসেন, আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা একাডেমিক অফিসার বাবুল কান্তি, ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসেন, প্রাণিসম্পদ সমপ্রাসারণ কর্মকর্তা ডা. বৃষ্টি বডুয়া, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডিউক চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া ডেইরি অ্যাসোসিয়েশন সভাপতি মো. আবছার উদ্দিন রাসেল প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সমরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। শেষে প্রদর্শীর বিভিন্ন স্টল পরিদর্শন করে অতিথিরা। অংশ গ্রহণকারী ৩০টি স্টলকে পুরুষ্কার এবং সনদ দেওয়া হয়।
কর্ণফুলী: কর্ণফুলী প্রতিনিধি জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গতকাল বুধবার শোভাযাত্রা, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেবুন্নেসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা বক্তব্য দেন। বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারিবেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।












