ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে সমাজ গঠনে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে এক বিশেষ শপথ গ্রহণ গতকাল শনিবার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য, মোহাম্মদ ছফি উল্লাহ, আবু নাসের, আমান উল্লাহ প্রমুখ। উপজেলা পর্যায়ের এই জাতীয় অনুষ্ঠানে সমাজসেবা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সেবা গ্রহীতাবৃন্দ সরাসরি সংযুক্ত হয়ে দোয়া ও শপথ পাঠে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে তাঁরা সমাজ গঠনে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে গতকাল শনিবার জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে সেবা মেলা ও শপথ পাঠ গত শনিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত আয়োজনের সাথে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ পরবর্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, সহকারী প্রোগ্রামার এনামুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান প্রমুখ।এতে বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।