বিভিন্ন উপজেলায় ভূমি মেলার উদ্বোধন

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতন বাড়াতে রাঙ্গুনিয়ায় ভূমি মেলা উদ্বোধন করা হয়।

গত ২৫ মে শোভাযাত্রা শেষে ও উপজেলা ভূমি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মো. নুরুল আমিন, প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানকে সামনে রেখে গত ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমি মেলা বাঁশখালী উপজেলা ভূমি অফিসের চত্বরে আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার র‌্যালি শেষে আলোচনা সভা উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ডা. আরমান হোসেন,সিনিয়র উপ জেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সার্ভেয়ার মো. কামরুল হাসান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. জসীন উদ্দিন ভূঁইয়া, মো. মহিউদ্দিন, . জেড়.এম শহীদুল ইসলাম, জহির উদ্দিন, ইয়াছিন আরাফাত, নুরুল আমিন, মো. সেলিম,আশরাফ উদ্দিন,মুরাদ হোসেন প্রমুখ।এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) মো. জসিম উদ্দিন বলেন, ৩ দিন ব্যাপী ভূমিমেলায় ই নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে তাতক্ষণিক ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দেওয়া হবে। পরে এ উপলক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন, ভূমি মেলার মাধ্যমে উপজেলা পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ ঘরে বসে অনলাইনে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন। তিনি ভূমি মেলা থেকে সেবা গ্রহণ ও ভূমি বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্র ও মাঝারি শিল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা