বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গত শনিবার নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’। স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করেন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. এস.এম নওশাদ রিয়াদ। আলোচনা সভার পূর্বে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক সড়ক প্রদক্ষিণ করেন। ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. আবদুর রব, ডা. রাজদ্বীপ বিশ্বাস, ডা. মৌমিতা দাশ, ডা. গোলাম মোস্তফা জামাল প্রমূখ। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সবসময় অসহায়, তাদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়াতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল : বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেনারেল হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোঃ আবদুর রব, ডা. রাজদ্বীপ বিশ্বাস, ডা. মৌমিতা দাশ, ডা. গোলাম মোস্তফা জামাল প্রমূখ। সভায় সভাপতির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এক সময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধীদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়াতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।