চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ (এসিপিবি) এর যৌথ ব্যবস্থাপনায়ও বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সহযোগিতায় আয়োজিত বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট (চট্টগ্রাম বিভাগ) এর ৫ম রাউন্ড শেষে সাকলাইন সাজিদ, দিব্য দাশ ও মঞ্জুর আলম পুর্ন ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। গতকাল সোমবার সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত ৫ম রাউন্ডে খেলায় সাকলাইন পরাজিতহ করে তুষিনকে। এছাড়া দিব্য হারান ফিরোজকে এবং মঞ্জুর পরাজিত করেছে রাব্বিকে । সমান খেলায় ৪.৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে গোলাম মোস্তফা ও নাসির হাছান। ৪ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছে তুষিন তালুকদার, আহমেদ ফিরোজ, দেলোয়ার হোসেন, রবিউল হোসেন, কাজী সাইফ, আহমেদ হোসেন মজুমদার, ইফতেখার আলম, দীপংকর চাকমা, তানভীর আলম ও শিয়াম চৌধুরী। এদিকে গতকাল দিনের অন্যান্য খেলায় নাসির পরাজিত করে সাচ্চুকে, মোস্তফা হারান মালেককে, দেলোয়ার হারিয়েছে শাহিনুরকে, সাইফ – রত্নজয়কে, মজুমদার – জিশানকে, ইফতেখার – খাইরুলকে, দীপংকর – ইউছুপকে, তানভীর – হাছানকে, শিয়াম – প্রিমাকে, সোহেল – প্রিমাকে, আহবাব – লাভলুকে, আবিদ – টিটুকে, মহসিন– জাকারিয়াকে, প্রিন্স – নাজিফকে, আজান– শুভ্রজিতকে, ইয়াকুব– আইলানকে, দীন– আরিফকে, আলো – সুদীপ্তকে পরাজিত করেন। আজ বিকাল ৩.৩০ মিনিটে ৭ম রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টটি ৫ দিন ব্যাপী ৮ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ৭জন টাইটেল দাবাড়ু, ৮৪ জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ সারাদেশের ১১৪ জন দাবাড়ু এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।