বিভাগীয় মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৫টায় অনুষ্ঠেয় আজকের ফাইনালে অংশ নেবে কঙবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এবং ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন। কঙবাজার ৪-০ গোলে চাঁদপুরকে হারিয়ে এবং ফেনী জেলা ৩-১ গোলে বান্দরবানকে হারিয়ে ফাইনালের টিকেট পায়। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, এস. আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দিন চৌধুরী। টুর্নামেন্টের ফাইনাল খেলা, সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল ১০ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সামশুল হক চৌধুরী, এম.পি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব আলী আব্বাস। এসময় উপস্থিত ছিলেন ভেন্যু পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর আ.ন.ম. ওয়াহিদ দুলাল, চট্টগ্রাম রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিডিএফএ সদস্য আব্দুল হান্নান মিরন, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য শাহীন সরওয়ার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু সাঈদ মাহমুদ, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মো. ইব্রাহীম, সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, রাশেদুল আলম প্রমুখ। ফাইনাল খেলায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সম্পাদক নজরুল ইসলাম লেদু।

পূর্ববর্তী নিবন্ধআজ নরসিংদীতে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে মর্ণিং ফিটনেস জোন
পরবর্তী নিবন্ধমন্দির নির্মাণে কোটি টাকার সম্পত্তি দিলেন মুসলিম ব্যবসায়ী