বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কর্মছারী কল্যাণ বোর্ড, চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের দু’দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে।
আজ ১৩ জানুয়ারি এবং কাল ১৪ জানুয়ারী চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সকাল ৯টা হতে প্রতিযোগিদের হিট গ্রহণ শুরু হবে। কাল শনিবার সকাল ৯.৩০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।