চট্টগ্রাম বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন,সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর-স্বাস্থ্য ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। এজন্য সরকার সব বিভাগীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন করছে। তিনি বলেন, বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ অধিকাংশই খেলাধুলা বলতে বুঝে অনলাইন-ভিডিও গেম। যা স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকর, তেমনি মানসিক বিকাশের পথেও অন্যতম বাধা। তাই আমাদের সন্তানদের মানসিক বিকাশে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে৷ খেলাধুলা শরীর চর্চার একটি অঙ্গ। খেলার মধ্যে রয়েছে শরীর চালনা, যা মানুষের শারীরিক দক্ষতা ক্রমশ বাড়িয়ে তোলে। পাশাপাশি অন্তহীন আনন্দের উপকরণ হলো খেলা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. নওয়াব আসলাম হাবীব উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করেন ভারতে স্বর্ণপদকপ্রাপ্ত চট্টগ্রামের সাবেক জাতীয় অ্যাথলেট সাংবাদিক সরওয়ারুল আলম সোহেল ও সাবেক জাতীয় অ্যাথলেট স্মরণিকা চাকমা। প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।