প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের তৃতীয় স্থান নির্ধারণী দুটি খেলা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফেনী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার তৃতীয় স্থান অর্জন করে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কঙবাজার জেলার মহেশখালী উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে ৪-০ গোলে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে পায়েল মনি ৩টি গোল দিয়ে হ্যাটট্রিক অর্জন করে। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। অন্য গোলটি করে তানিয়া নাসরীন শিফা।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ম্যাচের শুরুতে গোল হজম করে ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর পশ্চিম চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু পরে চমৎকার দলগত নৈপুণ্য দেখিয়ে তারা ৩-২ গোলে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করে মো. সজিব, জাহিদুল ইসলাম এবং রবিউল হাসান রনি। বিজিত দলের হয়ে মো. তামিম ইকবাল এবং মো. সামির গোল করে।
নির্ধারিত সময়ে এই খেলাটি ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে বিজয়ী দলের রবিউল হাসান রনি গোল করে দলকে ৩-২ গোলের জয় এনে দেয়।
আজ ২৪ অক্টোবর বেলা ২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চট্টগ্রাম জেলার খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে কঙবাজার জেলার মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪টায় অনুষ্ঠিত হবে।