বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৬ ক্রিকেট টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে চট্টগ্রাম জেলা দল। চাঁদপুরে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের টানা তিন ম্যাচে জিতে গ্রুপ সেরা হয়ে নিজেদের শহরে এসেছিল বিভাগীয় সেমিফাইনালে খেলতে। সেখানেও অপ্রতিরোধ্য চট্টগ্রাম। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সেমিফাইনালে খাগড়াছড়ি জেলা দলকে ৬ উইকেটে হারিয়ে বিভাগীয় ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রামের কিশোররা। আজ ফেনী জেলা দল এবং কক্সবাজার জেলা দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে বিভাগীয় ফাইনালে খেলবে স্বাগতিক চট্টগ্রাম। গতকাল চট্টগ্রামের দুই ব্যাটার আজমাইন ইক্তিদার এবং মিনহাজুল হকের দারুণ হাফ সেঞ্চুরিতে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
সকালে টসে জিতে ব্যাট করতে নামে খাগড়াছড়ি জেলা দল। দুই ওপেনার আবদুল্লাহ নোমান এবং কাউসার আহমেদ ৬০ রান যোগ করেছিল। কিন্তু রানের গতি ছিল বেশ ধীর। ৫৯ বলে ২৪ রান করা কাউসারকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন আজমাইন। ১৬ রান পর ফিরেন আরেক ওপেনার নোমানও। তার ব্যাট থেকে আসে ৯৫ বলে ৩৩ রান। এরপর আসাদুল হক এবং সিফাত খেলেন ত্রিশোর্ধ রানের দুটি ইনিংস। আর তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে খাগড়াছড়ি। আসাদুল করে ৯৪ বলে ৩৮ রান। আর সিফাত করে ৩৯ বলে ৩৭ রান। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ২৯ রানে ২টি উইকেট নিয়েছে আজমাইন ইক্তিদার। একটি করে উইকেট নিয়েছে রানা এবং নবীন।
১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ২১ বলে ৭ রান করে ফিরে আউসাফ খান। দ্বিতীয় উইকেটে ৩২ রান যোগ করে মাসুদ এবং মানসিবুল। ৪৮ বলে ১৭ রান করে ফিরে মাসুদ। পরের ওভারে ওয়াহিদ মুরাদ রানের খাতা না খুলেই ফিরে। এরপর ৫৪ রানের মাথায় ৩৭ বলে ২০ রান করে মানসিবুল ফিরলে চাপে পড়ে চট্টগ্রাম। তবে সে চাপ থেকে দলকে টেনে জয়ের বন্দরে নিয়ে যায় আজমাইন এবং মিনহাজুল। দুজন মিলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ফাইনালেও তুলে দেয়। ৮৫ বলে ৬টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫২ রান করে অপরাজিত থাকে আজমাইন ইক্তিদার। অপরদিকে ৭৩ বলে ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৫৩ রান করে অপরাজিত থাকে মিনহাজুল হক। খাগড়াছড়ি জেলা দলের পক্ষে একটি করে উইকেট নিয়েছে দীপ্ত, মনন চাকমা, নোমান এবং রাহাত।