বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম জেলা। রাঙামাটির মারি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা দল ১০ গোলে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে। এ জয়ের ফলে চট্টগ্রাম জেলা সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ কক্সবাজার এবং বান্দরবানের মধ্যকার বিজয়ী দলের সাথে চট্টগ্রাম জেলা দল সেমিফাইনাল খেলবে। আগামী ২৮ এপ্রিল বিকাল ৩.৩০টায় এ খেলাটি অনুষ্ঠিত হবে।

গতকালের খেলার ২৯ মিনিটে চট্টগ্রাম দলের দিপু বিজয়সূচক একমাত্র গোলটি করেন। সতীর্থের বাড়ানো বল আয়ত্বে নিয়ে একক প্রচেষ্টায় বক্সে এগিয়ে যান দিপু। সেখান থেকে নিপুণ শটে বল জালে পৌঁছে দেন ()। খেলার শুরু থেকে উভয় দল আক্রমণ প্রতি আক্রমণ করে খেলে খেলাকে প্রাণবন্ত করে রাখে। একাধিক গোলের সুযোগও তারা হাতছাড়া করেছে। চট্টগ্রামের রোমান ম্যাচসেরা মনোনীত হন। তার হাতে প্লেয়ার অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। আজ তৃতীয় দিন কক্সবাজার ও বান্দরবান জেলা অংশ নেবে। এ খেলা বিকাল ৩.৩০টায় রাঙামাটির মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১টি জেলা দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলছে। পরে উভয় জোনচ্যাম্পিয়ন শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। ২৮ এপ্রিল কুমিল্লা ভেন্যুর খেলা শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধরাউজানে খুনি ও চাঁদাবাজদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল