বিবেকানন্দ শিক্ষা পরিষদের ফ্রি চিকিৎসা সেবা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে ও চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠান শান্তিনিকেতন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়ার সভাপতি বাবলু শীলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা মিল্টন মজুমদার। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের প্রাক্তন সাধারণ সম্পাদক নির্মল কান্তি দাশ, জহিরুল আলম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন দত্ত। উদ্বোধন অনুষ্ঠান শেষে ক্যাম্পে তিন শতাধিক রোগীকে ওষুধসহ বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমাদক ও কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ দমনে সচেতন হতে হবে
পরবর্তী নিবন্ধবাহোপ চট্টগ্রাম বিভাগীয় চিকিৎসক সম্মেলন