উত্তর আগ্রাবাদ রংগীপাড়া নিবাসী মরহুম রফিক মিয়ার স্ত্রী এবং সমাজসেবক ও ব্যবসায়ী আলমগীরের মাতা বিবি আয়েশা (৬৫) গত বুধবার রাত ১১টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যা, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রংগীপাড়া বড় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা ও লালখান বাজারস্থ চানমারি রোডে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে হযরত খাজা গরীবুল্লাহ শাহ (র.) এর মাজারের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে আলমগীরের মাতার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ, সদস্য সচিব মো. নাজিমুর রহমান ও লালখান বাজার ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।