নোয়াখালির বেগমগঞ্জের একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতন করার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে পুরো বাংলাদেশ। ভিডিওটি ইতিমধ্যে যারা দেখেছেন তারা প্রত্যেকেই এই নারীর আত্মচিৎকার শোনে আঁৎকে উঠেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন কোথায় যাচ্ছে একসাগর রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় স্বদেশ! সত্যিই কি এদেশে নারীদের কোনো নিরাপত্তা নেই? বিগত কয়েক সপ্তাহজুড়ে দেশে নারীদের নিয়ে বেশকিছু সহিংস ঘটনা ঘটেছে, আর এসব ঘটনার সাথে জড়িয়ে আছে ওটতি তরুণদের একটি অংশ। এমনকি মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো উঁচুমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এমন কিছু তরুণও রয়েছে। এখন প্রশ্ন হলো কেনো হঠাৎ করে তরুণদের একটি অংশ এমন ন্যক্কারজনক কাজে জড়িয়ে পড়লো । প্রকৃতপক্ষে আমাদের তরুণ সমাজের একটি বিরাট অংশের মধ্যে নৈতিক শিক্ষার বড়ই অভাব রয়েছে এরা বাবা-মায়ের আদরে বড় হলেও ছোট বেলা থেকে এদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে না পারায় বড় হয়েই তারা সুযোগ বোঝে বিপথে পা বাড়ায়। এসব বিপথগামী তরুণ ও যুবকের কারণে সমাজে বাড়তে থাকে ধর্ষণ, খুন, রাহাজানির মত ঘটনা। বর্তমানে পরিস্থিতি নারীর প্রতি সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। এবিষয়ে সরকারের নীতিনির্ধারক এবং আইন শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ না করলে পরিস্থিতি আরো অবনতি ঘটার আশঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না। তাই আসুন বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ করে এসব নরপিচাশদের রুখে দেই।