বিফলেই গেল যুদ্ধবিরতি আলোচনা রাফায় রাতভর ইসরায়েলি হামলা

রাফায় অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করা যাবে না: যুক্তরাষ্ট্র

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মিসর ও কাতারের মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ফলে রাফায় নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

রাফার বাসিন্দারা বলেছেন, গত রাতে শহরের একটি মসজিদের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং অন্যান্য আরও অনেকে আহত হয়েছেন। সাবরা এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আলমুজাহেদিন ব্রিগেডের একজন জ্যেষ্ঠ কমান্ডার ও তার পরিবার এবং গ্রুপের আরেক নেতার পরিবার রয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরা, রয়টার্স অন্যদিকে হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংকগুলোতে ট্যাংকবিধ্বংসী রকেট এবং মর্টার নিক্ষেপ করেছে। খবর বাংলানিউজের।

ইসরায়েলি আগ্রাসনের কারণে লাখ লাখ গাজাবাসী বর্তমানে রাফাতে আশ্রয় নিয়েছেন। চলমান যুদ্ধে গাজা ভূখণ্ডের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে প্রায় ৩৫ হাজার লোক নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।

রাফায় অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করা যাবে না : এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও হামাসকে নির্মূল করতে পারবে না ইসরায়েল। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৯ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, ইসরায়েল জোরালোভাবেই হামাসকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে এবং সেটাই যথেষ্ট ছিল। নতুন করে রাফাহে আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকিই বাড়াবে, এর বেশি কিছু না। তিনি বলেন, রাফাহ আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না। তবে তার মানে এই না যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চায় না। আমরা এখনো ইসরায়েলকে নিয়ে আশাবাদী। আমরা কেবল রাফাহ আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি। কিরবি বলেন, সবাই অস্ত্রের চালান স্থগিত নিয়ে কথা বলছে, কিন্তু অস্ত্রের চালান এখনও ইসরায়েলে যাচ্ছে। তারা এখনও আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করল ভারত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় যুবদল নেতা গ্রেপ্তার