বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের বৃক্ষরোপণ

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীর বিপ্লবতীর্থ সারোয়াতলী গ্রামে বিপ্লবীদের স্মৃতি রক্ষার্থে ১০০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ। এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুরেশ চৌধুরী, সাগর কান্তি চৌধুরী, ত্রিদীপ চৌধুরী, শিবু চৌধুরী, বাবু চৌধুরী, দীপক ভৌমিক। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক বলেন, এই গ্রামে ৩০জন বিপ্লবীর জন্মস্থান। বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের জন্ম। নেতাজি সুভাষ বসুর শিক্ষক বেণীমাধব দাশের জন্ম। বিপ্লবী বীর রামকৃষ্ণ বিশ্বাসের জন্ম। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বিধান কৃষ্ণ সেনের জন্ম। চট্টগ্রামের প্রথম ব্যারিস্টার পূর্ন চন্দ্র সেনের জন্ম। এদের কারণে উপমহাদেশের অনেক দেশপ্রেমিক মানুষের কাছে সারোয়াতলী গ্রামটি তীর্থভূমি হিসেবে খ্যাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ২১৫ পরিবারকে ত্রাণ দিল পুলিশ
পরবর্তী নিবন্ধকরোনা প্রতিরোধে সতর্ক ও সচেতন হতে হবে