বিপ্লব যুগের অবসান, আবার এক মানিকের হাতে ত্রিপুরা

মুখ্যমন্ত্রী বদলে ফেলল বিজেপি

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য মানিক সাহা। বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব গতকাল শনিবার পদত্যাগ করেন। বিপ্লব দেবের পদে এ দিনই দলটি মানিক সাহার নাম ঘোষণা করে। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয়া হয়।
যদিও বিজেপির একটি গোষ্ঠী এই সিদ্ধান্তে খুশি হয়নি। বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণা হতেই বিজেপি শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মন্ত্রী বিধায়করা দুদলে বিভক্ত হয়ে হাতাহাতিতে জড়ান। উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী রামপ্রসাদ পাল।
বিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মানিক সাহাকে যখন উত্তরীয় পরিয়ে বরণ করছিলেন, তখনই ঘটে এমন ঘটনা। মেয়াদ শেষের ১০ মাস আগে মুখ্যমন্ত্রী পদ থেকে অব্যাহতি দিয়েছেন বিপ্লব দেব। শুক্রবার তিনি বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন। তার পরেই শনিবারই তিনি পদত্যাগ করেন। বিপ্লব দেবের ইস্তফা দেয়ার কারণ স্পষ্ট না হলেও সংবাদমাধ্যমকে বিপ্লব জানিয়েছেন, ‘দল আমাকে যেমন, যে কাজের জন্য ভাববে, আমি রাজি। তিনি বলেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ইস্তফা দিয়েছি। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। সংগঠনের কাজ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার যে দায়িত্ব দেয়া হয়েছিল এতদিন ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় করেছি, ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি। এ দিন সংবাদমাধ্যমের সামনে বিপ্লব আরও বলেন, সামনে ২০২৩ বিধানসভা নির্বাচন। দল যেভাবে চাইবে, আমি সেভাবেই কাজ করব। আমরা চাইছি, দীর্ঘ সময় ধরে রাজ্যে বিজেপি সরকার থাকুক। আর সরকার ধরে রাখতে গেলে আমার মতো সংগঠককে প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ থেকে আনা মাটিতে প্রথম সবুজ প্রাণের সঞ্চার
পরবর্তী নিবন্ধমঙ্গলে পিরামিডের মতো দরজার খোঁজ !