আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর জাল করে নিজেদের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী দাবি করার প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর জাল করে সংরক্ষিত ওয়ার্ডের দুজন কাউন্সিলর প্রার্থী নিজেদের দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী বলে ঘোষণা দেন। এটি মিথ্যা ও ভিত্তিহীন। প্রতারণার আশ্রয় নেওয়া দুই কাউন্সিলর প্রার্থী হলেন ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী জিন্নাত আরা বেগম এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী জোহরা বেগম।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চসিক নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করে সমন্বয় করে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছেন। এই তালিকা আওয়ামী লীগের ওয়েবসাইটে আছে। এটিই প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
কোনো কোনো মহল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, চসিক নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী সম্পর্কিত সঠিক তথ্যের জন্য আওয়ামী লীগের দপ্তর বিভাগের সাথে যেন যোগাযোগ করা হয়।
অনেকেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর ‘নকল করে’ স্ক্যানিংয়ের মাধ্যমে বসিয়ে নিজেকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী বলেও দাবি করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও বলা হয়েছে।