বিপুল অস্ত্রসহ আনোয়ারার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি ম | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় আওয়ামী লীগের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের ছেলে আখতার হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর মহলখান বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনীর ক্যাপ্টেন কাউসারের নেতৃত্বে একটি বিশেষ দল ও কর্ণফুলী থানা পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ির গোপন কক্ষ থেকে দুর্ধর্ষ অপরাধী আখতারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, ৩টি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ ও মেমোরি কার্ড ও ১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আখতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ অপরাধী। তার বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টি মামলা রয়েছে। তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আখতারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকন্টেনারে ছিদ্র, শত লিটার ভোজ্যতেল রাস্তায়
পরবর্তী নিবন্ধজালিয়াতি করেই ছাড়িয়ে নেন ৮০ হাজার বেল্ট ও ৩০ হাজার হ্যাঙ্গার