বিপিসির নির্দেশে যমুনা অয়েলের পৃথক তিন সদস্যের কমিটি গঠন

এক লাখ লিটার ডিজেল গায়েবের ঘটনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

ফতুল্লা ডিপো থেকে এক লাখ লিটারেরও বেশি ডিজেল গায়েব হয়ে যাওয়ার ঘটনা নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নির্দেশে যমুনা অয়েল কোম্পানি পৃথক একটি কমিটি গঠন করেছে। দৈনিক আজাদীতে গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘ যমুনা অয়ের কোম্পানির এক লাখ লিটার ডিজেল গায়েব!’ শীর্ষক সংবাদের ব্যাপারে বিপিসি একটি কমিটি গঠন করে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর দেয়া বিপিসির উক্ত নির্দেশের প্রেক্ষিতে গতকাল যমুনা অয়েল কোম্পানি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ঘটনা তদন্ত করে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

যমুনা অয়েল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ জোবায়ের চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটির সদস্য হচ্ছেন ডেপুটি ম্যানেজার (শেয়ার) মোহাম্মদ আখতার মোহাইমিনুল হক। কমিটির সদস্য সচিব করা হয়েছে ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ জসীম উদ্দীনকে। কমিটি আগামী ৩ দিনের মধ্যে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কোম্পানির জেনারেল ম্যানেজার (এইচ আর) মোহাম্মদ মাসুদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে উপরোক্ত কমিটি গঠন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ১০ জন
পরবর্তী নিবন্ধমেধা তালিকায় আসন না পেয়েও হলে থাকেন রাজনৈতিক নেতারা