বিপিসির নতুন চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ও সরকারের সচিব পদে নিয়োগ পেলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দীক। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক আদেশে সচিব পদে পদোন্নতিসহ এই পদে তাঁকে নিয়োগ দেয়া হয়। বিপিসির বর্তমান চেয়ারম্যান মো. সামছুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের এক বছর মেয়াদ আগামী ২৫ অক্টোবর শেষ হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসায় ১৩ জনের পদোন্নতি
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু