শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্হ প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় অস্থায়ী শ্রমিকদের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের পতেঙ্গার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পদ্মা, মেঘনা, যমুনা ওয়েল কোম্পানি ও ইস্টার্ন রিফেইনারির দৈনিক মজুরী ভিত্তিক অস্থায়ী শত শত কর্মী উপস্থিত ছিলেন। পদ্মা ওয়েল কোম্পানির অস্থায়ী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মো. নাজীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির অধীনস্থ দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. জামাল উদ্দীন।
এসময় তিনি বলেন, এদেশে সবার অধিকার আদায় হলেও শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব হচ্ছে না। অধিকার আদায়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। এছাড়া কোন বিকল্প নাই। এসময় তিনি বিপিসির অধীনস্থ অস্থায়ী শ্রমিকদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ১৫ দিনের বাৎসরিক ছুটিসহ দৈনিক ৮০০ টাকা করে হাজিরা দেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিপিসির অধীনস্থ দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, পদ্মা ওয়েল কোম্পানির অস্থায়ী শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সালাউদ্দিন মাহমুদ, এয়ার মোহাম্মদ, মামুন (যমুনা), মনির (এলপি), সোহেল (মেঘনা), ফাহিম, অনিক, মুন্সিসহ আরো অনেক নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।