বিপিএলের সিলেট পর্ব শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ঢাকা পর্ব শেষে এবার শুরু হচ্ছে সিলেট পর্ব। ঢাকার প্রথম পর্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। যেখানে প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। এবারের বিপিএলে এ দু’দল প্রথমবারের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। সন্ধ্যা সাত টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকায় অনুষ্ঠিত ৮ ম্যাচ শেষে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট তালিকার সবার উপরে খুলনা টাইগার্স। তিন ম্যাচের দুটিতে জিতে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর, ঢাকা এবং কুমিল্লা এই তিন দল দুই ম্যাচের একটি করে জিতে দুই পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে। তিন ম্যাচের একটিতে জিতে দুই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ফরচুন বরিশাল। আর দুই ম্যাচের দুটিতেই হেরে সবার নিচে সিলেট স্ট্রাইকার্স। তাদের কোন পয়েন্ট নাই।

পূর্ববর্তী নিবন্ধমঞ্জুরুল ইসলাম খান তজু স্মৃতি দাবা টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধওমর ফারুখ দ্রুততম মানব, পাকশী চ্যাম্পিয়ন রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন